প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh
"দেশের প্রধানমন্ত্রী কোরআন বোঝেন-ই না, তাই নারী উন্নয়ন নীতিমালাটি যে কোরআন বিরোধী তা বুঝতে পারেন না। " -মুফতী আমিনী
কি আর বলব..................
উপমহাদশ শাসন করে চলে যাওয়ার আগে বৃটিশরা বলে গিয়েছিল আমরা যদিও চলে যাচ্ছি তবু আমরা এমন জিনিস রেখে যাব যে তাতে করে মানুষ হবে এশিয়ান কিন্তু তার মন মস্তিষ্ক হবে ব্রিটিশ।
তাদের প্রণীত কারিকুলামে আজ তাদেরই আদর্শ নিয়ে বড় হচ্ছে মুসলমানদের সন্তানরা। তাই আজ আশে পাশে তাকালেই শুধু নাস্তিকতার ছড়াছড়ি, ব্রিটিশরা যেমন ছিল ইসলাম বিরোধী তাদের সিলেবাসে পড়াশোনা করে আজ অনেকেই ইসলাম বিরোধীতার পথ ধরেছে।
বি: দ্র: ব্রিটিশরা আমাদের দেশে খ্রীষ্টান ধর্ম শিক্ষা দেয়নি তখনকার মানুষেরা তো অনেক ধার্মিক ছিল তাই। তবে ছলে বলে কৌশলে মুসলমানদের ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে গেছে। বলুন তো আগেও তো বাংলা সাহিত্যে অনেক কবি সাহিত্যিক ছিল তাদের মধ্যে শতকরা কতজন নাস্তিক ছিল আর আজ শতকরা কতজন? এই পরিবর্তনটা চোখে পড়ার মত।
সদিচ্ছা থাকলে এই ভিডিও টি একটু দেখবেন যে, ইসলাম ব্যতিত কোন গণতন্ত্র, কোন ধর্ম, কোন নাস্তিক পার্টি, কমিউনিজম কি নারীদেরকে এতটুকু অধিকার দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।