আমাদের কথা খুঁজে নিন

   

আমিনীদের কাছ থেকে বিএনপি- আওয়ামীলীগের আন্দোলন শেখা উচিত

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা

শুরুতেই বলে নিচ্ছি - ব্যক্তিগতভাবে বাংলদেশের রাজনীতির যে কয়টি বিষয় অপছন্দ করি, তন্মধ্যে হরতাল কর্মসূচী অন্যতম। অবশ্য ক্ষমতার বাইরে থাকাকালে প্রতিটি বিরোধী দলের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে এই অপকর্মটি। আজকে আমিনীদের ডাকে যে ইস্যুতে হরতাল পালিত হচ্ছে - তাতেও আমার বিন্দুমাত্র সমর্থন বা আগ্রহ নেই। আমার এই পোস্টের বিষয় - একটি রাজনৈতিক দল হিসেবে আমিনী এবং তার সমর্থকরা কত সফলভাবে তাদের এই হরতাল কর্মসূচী পালন করলো। এই হরতালের উদ্দেশ্য আমার আলোচনার বিষয়বস্তু নয়।

আজ রাজধানীর অনেক এলাকায় ঘুরেছি। মানুষ-জনের মধ্যে এত সতর্ক চলা-ফেরা ইতোপূর্বেকার কোন হরতালে দেখিনি। টেলিভিশনে যে সব তথ্য ও চিত্র দেখেছি - তাতে করে আমার মনে হয়েছে - কোন এক যাদু-মন্ত্রের বলে মাদ্রাসা - বিশেষ করে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেকোন মূল্যে হরতাল কার্যকর করতে হবে, এমন মনোভাব নিয়ে পিকেটিং করেছে। যে সাম্প্রতিক সময়ে বিরোধী দল কিংবা অতীতের বিরোধী দল এবং বর্তমানের শাসক দল কখনো এমনটি করতে পেরেছে কি না আমার জানা নেই। আমার মনে হয়েছে - ভুল বা ঠিক - যে কোন কাজ করলে যদি আন্তরিকতা দিয়ে কাজটি করা হয়, তাহলে সেটা সার্থক হবেই।

নারীবাদী নেতা-কর্মীরা যদি প্রকৃতপক্ষে তাদের মত ও পথের প্রতি আরও আন্তরিক হয়, তাহলে হয়ত আমিনীরা এমন হরতাল কর্মসূচী পালন করতে পারবেনা। তাহলে হয়ত আমিনী এমন দাবী করতে পারতোনা: Click This Link সূত্র: ছবি ও লিংক: বাংলানিউজ২৪.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।