ভাবনা গুলো সুধায় মোরে ... এতো কিছু ভাবি... তবু ... কেন ভাবিনা তারে!
তোমায় ডাকি কখনো
হয়ে ভোরের পাখি ;
চিরচেনা সুরটিরে
চিনতে পার কি?
এক টুকরো রোদ হয়ে
ছুয়ে দেই তোমায় ;
ভাবি তুমি এই বুঝি
চিনলে আমায়!
শ্রাবন ঘন বরষায় যখন
ঝর ঝর ঝরে যাই ;
ভিজিয়ে দেই তোমায় -
তবু চেননা তো আমায়!
কখনো শীতের কুয়াশা হয়ে
করি মাখা-মাখি ;
ঘাস ভেজা শিশির -
তুমি দেখেও দেখনা কি!
আবার কখনো জোৎনা হই,
কখনো মৃদু বাতাস ;
রাত জাগা জোঁনাকি হয়ে
জ্বলি সারা রাত।
ছুঁই তোমার চখের পাতা
কখনো হয়ে ঘুম ;
বিভোর হয়ে ঘিরে রাখি
হয়ে রাত নিঝুম।
যেখানেই যাও তুমি
থাকি তোমার পাশে ;
চেন আর নাই চেন
তাতে কি বা যাই আসে !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।