নিঃস্বার্থ ভাবে সহযোগীতা করার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ! আমি ও কাস্টোমার কেয়ার ম্যানেজার---
কাস্টোমার কেয়ারঃ (শুরুতে ফরমালিটি শেষ করে) আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার?
আমিঃ আজ সকালে আমার নাম্বারে একটি এসএমএস এসেছিলো। সেখানে বলা হয়েছিলো শুধুমাত্র আমার জন্য একটি অফার আছে। আমি যদি আজকের মধ্যে ৫০০ টাকা রিচার্জ করি তাহলে ৮০০ মিনিট বোনাস দেওয়া হবে। আমি সেই অনুযায়ী ৫০০ টাকা রিচার্জ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোন বোনাস পাইনি।
কাস্টোমার কেয়ারঃ স্যার আপনি কতক্ষন আগে রিচার্জ করেছিলেন?
আমিঃ প্রায় এক ঘন্টা আগে।
কাস্টোমার কেয়ারঃ স্যার আপনি ৫০০ টাকা রিচার্জ করেননি।
আমিঃ কি বলেন? আমি নিজে ব্যালেন্স চেক করেছি। (কিঞ্চিত রেগে গিয়ে)
কাস্টোমার কেয়ারঃ না মানে স্যার আপনি ৫০০ টাকা নয় আপনি ৫২০ টাকা রিচার্জ করেছেন তাই না?
আমিঃ জি............ তা করেছি।
কাস্টোমার কেয়ারঃ কিন্তু স্যার এই অফারের জন্য আপনাকে শুধুমাত্র ৫০০ টাকা রিচার্জ করতে হবে। এর অধিক বা কম নয়।
আমিঃ হুমম....................................আচ্ছা..................(হতাশ হয়ে)
কাস্টোমার কেয়ারঃ স্যার আমি কি আপনাকে আর কোনো সাহায্য করতে পারি?
আমিঃ না না ঠিক আছে। ধন্যবাদ।
কল কেটে দিলাম...
৮০০ মিনিট ফ্রী পাওয়ার আশায় নয় আমার নিজের প্রয়োজনেই রিচার্জ করেছিলাম। আমি এমনিতেই আজ সকালে ৫০০+ টাকা রিচার্জ করতাম। যেহেতু কাকতালীয় ভাবে অফারটা আজ এসেছিলো তাই ভাবলাম কেনো ফ্রী মিনিট পেলাম না একটু খবর নিয়ে দেখি।
আমি সাধারনত মোবাইল অপারেটর গুলোর এইসব অফারে পাত্তা দেইনা।
অনেক দিন পর পোস্ট করলাম। এ বছরে এটাই প্রথম পোস্ট। ধন্যবাদ সবাইকে।
পোস্ট টি একই সাথে প্রকাশ করলাম এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।