চোর তো মনে করতেই পারে- চুরি কথা তার অধিকার।
মিথ্যেবাদীর অধিকার মিথ্যে বলার
এ নিয়ে আকাশ বাতাস গরম করার কিছু নেই
সারা জীবনই তো মিথ্যে নিয়ে ব্যবসায় হয়েছে-
স্বাধীনতার ঘোষণা (যেটার দাবী জিয়া নিজেও করেন নি)
শেখ কামালের ব্যাংক ডাকাতি (কতিপয় সাংবাদিকের উর্বর চিন্তা)
বর্তমানের হেফাজত জামাত কর্মকান্ড
কারো জন্মদিন পালন
২১ আগষ্ট গ্রেনেড হামলায় জজ মিয়া নাটক।
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র।
(হায়রে কোনো কোনো নামে যে ফুলটাই অপবিত্র হয় সে কথা কে জানে?)
মিথ্যাটাই এখন সবার প্রধান উপজীব্য।
যা হচ্ছে না- জব্বর।
চরিত্রহীনের নিকট থেকেই যখন চারিত্রিক সনদপত্র নিতে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।