সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
চারদলীয় জোটের সহযোগী বিতর্কিত নেতা ফজলুল হক আমিনীর মসনদে বসার নতুন খায়েশ। বলেন, আমাকে ধমকাবেন না। দেশে ইসলামের জাগরণ এসেছে। আগামীতে আমি ক্ষমতাসীন হয়েও যেতে পারি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আমিনী হুঁশিয়ারি দেন, আজকে পুলিশ সঙ্গে আছে বলেই তোমরা আমাদের ওপর হাত তুলছ।
মনে রেখ, ক্ষমতায় আমরাও আসতে পারি। তখন পুলিশ আমাদের কথাই শুনবে। আরেক মৌলবাদী নেতা খেলাফত আন্দোলনের আমির হমাদুল্লহ আশরাফ বলেছেন, 'হাসিনা-খালেদা' লাত বোন। তাঁরা ক্ষমতায় যাওয়ার আগে ছাড় দিয়ে কথা বললেও ক্ষমতায় গিয়ে ইসলামকে ছাড় দেয় না। ।
নারী নেতৃত্ব দেশের'ফেতনা' । নারী নেতৃত্বই এ দেশে রাখা যাবে না। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মুক্তাঙ্গনে আগামী ৪ এপ্রিলের হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।
অপরদিকে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু ওলামা পরিষদ 'জাতীয় নারী নীতি ও ইসলাম' শীর্ষক এ গোলটেবিল আলোচনায় নারী নীতির কোন য়গা কোরানবিরোধী তা জাতির সামনে স্পষ্টভাবে উপস্থাপনের জন্য মাওলানা আমিনীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশের বিশিষ্ট ইমাম ও ওলামাগণ। এ চ্যালেঞ্জ দিয়ে তাঁরা বলেছেন, একশ্রেণীর ধর্মান্ধ আলেমের কারণেই ইসলাম আজ বিপন্ন।
নারী নীতিতে কোরান-সুন্নাহবিরোধী কিছু নেই। কোরানবিরোধী কিছু থাকলে তা ধরিয়ে দিন, সরকার তা অবশ্যই বাদ দিতে প্রস্তুত। মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।