আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষপূর্তির পোস্টটা সময় মত দেয়া হল না

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

ব্যাপারটা কি এখনো বুঝে উঠতে পারছি না। ক'দিন ধরেই সামুতে ডুকতে পারি নাই। ক্লিক করলেই দেখি তা ঘুরতেই আছে আর ঘুরতেই আছে, পেজ লোড হয় না। অথচ অন্য কম্পিউটারে ঠিকই ডুকতে পারছি। আজকে হঠাৎ কিভাবে যেন ডুকে গেল! এই পোস্টটা ২১শে ফেব্রুয়ারীতে করব ভেবেছিলাম, আমার এই ব্লগবাড়ির এক বছর পূর্তি হিসেবে।

কিন্তু কেন যেন সামুতে ডুকতে পারছিলাম না। তাই একটু দেরীই হয়ে গেল। যাক, তারপরও আমার পঞ্চাশতম পোস্টখানা এটা দিয়েই সেরে ফেলি।

বাংলা ব্লগের সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। একবার ফেবু ঘাটাঘাটি করতে করতে একটা ব্লগের লিঙ্কে ডুকে পরি।

ওটা ছিল ব্লগার "মুখফোড়ে"র একটা লেখা। তখন ওটাকে বাংলা ফেসবুকের মত কিছু একটা বলে মনে হয়েছিল, অনেকটা প্যারাগ্রাফের বাংলা ভাবসম্প্রসারণের মত। পরে ধীরে ধীরে ব্যাপারটা বোঝার পর ইচ্ছে হল আমিও একটু আধটু কিছু লিখি। লেখালেখির ইচ্ছে বহুদিনের। মাঝে মাঝে দু'এক লাইন কিছু লিখি, ওগুলো আদপেই কবিতা জাতীয় কিছু হয় কিনা কে জানে!!

এক সময় ভাবলাম এইসব দুই কলম সাহিত্য আর কোথাও ছাপা না হক, ব্লগে অন্তত লিখি।

তাই অনেক ভেবে একটা আইডি খুলেই ফেললাম ঝোকের মাথায়। আর সময়টা ছিল গত বছর একুশে ফেব্রুয়ারীর দিনটাই, এখনো মনে আছে কারণ আমার পাসওয়ার্ডও এটা (দিলাম একটা গোপন কথা লেইখা, এওখন দেখি কয়জন হ্যাক করতে পারে)। কিন্তু জেনারেল হতে সময় লেগেছে মাস দুই এক। এর মধ্যে কত আবোল তাবোল যে লিখেছি আর ডিলিট করেছি তার হিসাব নেই। সামু ততদিনে রাজনীতিতে রমরমা প্রায়, সাহিত্য আর ফিচার ছাড়া অনেকটাই প্রাণহীন।

আমিও তখন এটা সেটা লিখে যাচ্ছিলাম। যা প্ল্যান ছিল তা হল না, রাজনীতির ফাদে পরে গেলাম।

প্রথম পাতায় লেখার অনুমতি পাবার পর কিছুটা নিয়মিত হতে শুরু করি। কিন্তু ততদিনে সামুর প্রায় বেহাল দশা। বেশ কয়েকজন জনপ্রিয় ব্লগার যেমন ফিউসন ফাইভ, দূর্যোধন, জিকসেস, ইমন জুবায়ের (পরলোকগত), হিমু, আরিফ জেবতিক এদের অনেকেই হারিয়ে গেছে প্রায়।

যারা আছে তাদেরও যেন আগের মত জমছে না। তার জায়গায় এখন আছে সোনার বাংলা ব্লগ টাইপের কিছু নিক। তারপরও সেই সাহিত্যিক আর ফিচার লেখকদের কারণে যা একটু প্রাণবায়ু এখনো আছে।

এবার ব্লগে আমার পছন্দের কিছু ব্লগারের কথা স্মরণ করি। শুরুর দিকে "আদনান০৫০৫" এর একটা গল্প খুব মনে ধরেছিল, এটার কথা একটু বিশেষ ভাবেই উল্লেখ করলাম।

এছাড়া "আহমেদ জী এস"এর চিত্রকলা সংক্রান্ত কয়েকটি পোস্টের মধ্যে বুদ ছিলাম কিছুদিন। ব্লগার "খেয়া ঘাট"এর লেখাও উপভোগ করেছি, বিশেষ করে তার ধাঁধাগুলো। এছাড়াও আছেন "মামুন রশিদ" যিনি নিঃস্বার্থভাবে অনেক লেখিয়েদের উৎসাহ দিয়ে বেড়ান। "প্রোফেসর শঙ্কু", যার লেখা মন্দ লাগার অবকাশ নেই। তবে লেখেন খুব কম।

"আদনান শাহ্‌িরয়ার" অল্পদিনেই ব্লগের অনেককেই আপন করে নিয়েছেন তার সুন্দর সুন্দর গল্প কবিতা দিয়ে। "সুমন কর", "মশিকুর", "অপু তানভীর", "ইখতামিন", "কান্ডারী অথর্ব" এদের লেখাও ভালো লেগেছে। "হাসান মাহবুব"এর কথা না-ই বা বললাম।

এছাড়াও ব্লগের অসংখ্য কবিদের মধ্যে আছেন "ৎঁৎঁৎঁ", "ইসতিয়াক অয়ন", "সেলিম আনোয়ার", "কাগজের নৌকা (রাসেল হোসেন)" এবং আরো অনেকে যাদের নাম আলাদা করে মনে পরছে না। "স্বপ্নবাজ অভি"র মুক্তগদ্যগুলোও সুখপাঠ্য।



অন্যান্য কেটাগরির ব্লগারদের মধ্যে "পিনাকী ভট্টাচার্য" এবং "মঞ্জুরে খোদা টরিক" এদের বিশ্লেষঙুলোও উপভোগ করেছি। "বাঙ্গাল", "কাকফ্রাই" এরকম ছদ্মনামের স্যাটায়ার লেখকও পেয়েছিলাম ব্লগে।

অনেকের কথাই তো লিখলাম, তারপরও বেশিরভাগই মনে হয় বাদ পরে গেল। আসলে পছন্দ কোন বিষয় নয়। যখন যার লেখা মনে ধরে তিনিই পছন্দের ব্লগার।



সামুর ক্যাচালগুলো খুব উপভোগ করি। এমনকি মাঝে মাঝে গুগল মামা করে পুরনো ক্যাচাল বের করি খুজে। আমার সময়ে যে ক'টি ক্যাচাল দেখেছি সেগুলো হল ব্লগার "রেজা ঘটক", "পরিবেশ বন্ধু", "দুঃস্বপ্ন" কে নিয়ে ক্যাচাল। শেষেরটা এখনো চলমান। শুনেছি "দুঃস্বপ্ন" এখন ব্লগ বাদ দিয়ে ফেবুতে ক্যাচাল চালিয়ে যাচ্ছে, ব্লগার "একজন আরমানে"র ব্লগ পড়ে যা কিছু জানতে পেরেছি আর কি।

তার পরিশ্রমের বহর দেখে বড় অবাক হয়েছিলাম।



সামুর প্রতি একটা খেদ জানিয়ে এবার লেখাটা শেষ করি। আমি এখনো সেইফ হই নাই। কর্তৃপক্ষ আমাকে এখনো নিরাপদ ভাবতে পারছে না কোন কারণে। এটা কিঞ্চিত পীড়াদায়ক।



আরেকটা কথা জানিয়ে রাখি, "বৃষ্টিহত ফাহিম" আমার চতুর্মাত্রিক ব্লগের নিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।