© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
বিএনপির ডাকা হরতালে খুবই বিরক্ত হয়ে প্রতিবাদ জানাতে "খালেদা জিয়ার উচিত হরতাল প্রত্যাহার করে নেয়া" শিরোনামে একটা ব্লগ লিখছিলাম। এসময় একজন ম্যাসেঞ্জারে বিডিনিউজের লিঙ্কটা দিলো- Click This Link
শিরোনামঃ 'এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে'
খবরটার উল্লেখযোগ্য অংশ-
খালেদা জিয়া বলেছেন, তাকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে নিজের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বিরোধীদলীয় নেতা আরো বলেন, "আমাকে অপমান করা হয়েছে। যেভাবে বের করা হয়েছে, তাতে আমি লজ্জিত। "
খালেদা অভিযোগ করেন, তার বেড রুমের দরজা ভেঙে টেনে-হিঁচড়ে তার কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
তিনি বলেন, "তারা আমার বাড়ির গেইটের গ্রিল কেটে তালা ভেঙে প্রবেশ করে। বেডরুমের দরজা ভেঙে লাঠিসোটা নিয়ে কক্ষে ঢুকেছে।
নিউজটা পড়ে কিছুক্ষন চুপ করে ছিলাম। বিরোধী দল হিসেবে বিএনপির কাজকর্মে আমি খুবই বিরক্ত। আওয়ামীলীগ দেশকে যেখানে নিয়ে যাচ্ছে তাতে আমাদের ভবিষ্যত যে খুবই খারাপ তাতে কারো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু বিরোধী দল হিসেবে বিএনপি এগুলোর বিরুদ্ধে জনগনকে নেতৃত্ব দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাতেও কোন সন্দেহ নাই।
কিন্তু সরকারী দল যে কাজটা আজকে করলো, এই কাজেরও নিন্দা জানানোর ভাষা আমার নাই।
আমরা বিরোধী দল হিসেবে আওয়ামীলীগকে দেখেছি। কি পরিমান হরতাল আর ধ্বংসাত্বক কর্মসূচী আওয়ামীলীগ দিয়েছে তার সাক্ষী আমরা সকলে। এটা সম্ভবত অনেকেই বিশ্বাস করেন যে, এই পরিস্থিতিতে আওয়ামীলীগ বিরোধী দলে থাকলে দেশকে নরকে পরিনত করে ছাড়তো। কিন্তু মজার বিষয় হচ্ছে অতীতে দেশকে নরকে পরিনত করা আওয়ামীলীগের কাজকর্মে সমর্থনদানকারীরা আজকে বিএনপির কর্মসূচীর বিরোধীতা করছে, যদিও তাদের সেই নৈতিক অধিকার নেই।
যাই হোক, বিএনপির প্রতি আওয়ামীলীগ যে অন্যায়গুলো করছে এগুলোর প্রেক্ষিতে হলেও বিএনপির উচিত জনগনের পাশে এসে দাঁড়ানো। ক্ষমতাশীনদের দেশবিরোধী কাজকর্মের প্রতিবাদ জানানো। তবে তার জন্য হরতালই দিতে হবে এমন নয়। হরতাল ছাড়াও আরো অনেক কিছু করা যেতে পারে, অন্তত ঈদের আগে এভাবে হরতাল ডাকাটা বিএনপির ঠিক হয়নি। আমরা আশা করবো মাননীয় বিরোধী দলীয় নেতৃ হরতাল তুলে নেবেন এবং রাজপথে জনগনের পাশে এসে দাঁড়াবেন।
বিরোধী দলের প্রতি সরকারী দলের নোংরা আক্রমনের নিন্দা জানাইলাম। দেশ ও জনগন কি চায় সেটা বুঝে যদি বিরোধী দলের নেত্রী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে বিরোধী দলের পাশে আছি।
আওয়ামীলীগ নামের দেশ বিরোধী অসভ্য ও বর্বর দলটার ধ্বংস কামনা করি। আর এদের সমর্থকদের প্রতি- থুঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।