আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

এ দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।
এতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন’ ও ‘গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের’ ব্যানারে সকাল ১০টার দিকে ধসেপড়া ভবনটির সামনে কর্মসূচি শুরু হয়।
মানববন্ধন শেষে সাড়ে ১০টার দিকে ওখানে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশ প্রায় আধঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ কারণে ওই এলাকায় আটকা পড়ে কয়েকশ’ যানবাহন।


সমাবেশে উপস্থিত গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল কবীর মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন দপ্তরে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা জমা পড়ছে। কিন্তু কয়েকজন ছাড়া অন্য শ্রমিকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না।
ঈদের আগে তাদের ক্ষতিপূরণ না দেয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হঁশিয়ার করেন তিনি।  
পরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
এ সময় ইউএনও কামরুল হাসান মোল্লার বিজিএমইএসহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যান।


বিক্ষোভ মিছিল ও অবরোধে প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজন অংশ নেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.