গত ৪ দিন ধরে নতুন হোস্টিং এ পাঠানো সাইট বাসা থেকে খুলতে পারি না, অথচ পাশের ক্যাফে থেকে খুলে। বাংলা লায়ন, কিউবি, বিটিসিএল, অন্য ব্রডব্যান্ড, গ্রামিন সব থেকেই খুলে, খালি বাংলালিংক থেকে খুলে না। ডিএনএস ক্যাশ ক্লিয়ার/ফ্লাস করেও খুলে না। কিন্তু একটু আগে পাকিস্তান হেরে যাবার ৫ মিনিট পর থেকেই বাংলালিংক থেকে সেই সাইট খুলতেছে। এটা অবশ্যই ষড়যন্ত্রমুলক, ভারতের জিতার খুশিতে বাংলালিংক ডিএনএস আপডেট করছে। তাই বাংলালিংক একটা ভাদা কম্পানি। নইলে বাংলালিংক এর ডিএনএস একটা ভাদা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।