আমাদের কথা খুঁজে নিন

   

'পিচ্চি'

কোথাও পাখির শব্দ শুনি; কোনো দিকে সমুদ্রের সুর;

ফুটপাত দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ রিণরিণে কন্ঠে গম্ভীর ডাক শুনলাম, "এই পিচ্চি, এই এদিকে.." কন্ঠের মালিকের দিকে তাকিয়ে দেখি ছ-সাত বছরের একটা বাচ্চা, হাত ইশারায় ডাকছে পাশের ফাস্টফুডের দোকানের বার-তের বছরের একজন কর্মচারীকে। রাস্তার পাশে থামিয়ে রাখা গাড়িতে বসে আছেন বাচ্চাটির মা। 'পিচ্চি' ডাকটা খট করে কানে বেজেছিলো, পরে ভাবতে গিয়ে হাসিই পেল। 'পিচ্চি' মানে এখন আর 'ছোট্ট' নয়, বহুদিন ধরেই পিচ্চি মানে হোটেল-রেস্তোরার বাচ্চা কর্মচারী!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।