একটা সময় ছিল যখন আমার কোন বান্ধবী ছিল না । ক্লাসমেট ছিল । তবে অনেক দূরত্ব ছিল । গার্লস স্কুলে পড়তাম নতুন ভর্তি । সাজতে পারতাম না ।
শুধু কাজল দিতে পারতাম । একটু কষ্ট লাগলে প্রচন্ড কান্না কাটি শুরু করতাম । তখন আব্বু ছিল । বাসার পরিবেশটা অনেক মজার ছিল । আমার রুমের পাশে বারান্দা, বৃষ্টি হলে যা লাগত ।
পাশের গলিতে অনেক গুলো পিচ্চি থাকত । সারাদিন খেলত । সন্ধ্যার পর কয়েকজনের গান শুনা যেত । হঠাত বড় হয়ে অনেক কিছু বুঝতাম না । ঝড়ের শব্দে ভয় লাগত , রাতে কুকুর ডাকলে ভয়ে শেষ হতাম ,একা স্কুলে পযন্ত যাবার সাহস ছিল না ।
এখন এসব কথা মনে করলে হাসি আসে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।