আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চি বিমা vs আজকের পিচ্চি (বিমার কাছে ক্ষমাপ্রার্থনাপুর্বক)

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

এই পোস্ট দেওয়ার ইচ্ছা কিংবা পরিকল্পনা কোনটাই ছিলনা। কিন্তু আমার একটা পিমাতো (পিচ্চি মামাতো ভাই)কে বাঁচানো আমার কর্তব্য। তাই এই লেখা। ব্যাপারটা খুলেই বলি..... গত ৩০ জুন আমার সপিমাতো(সবচেয়ে পিচ্চি মামাতো) ভাইয়ের জন্মদিন ছিল। সেথায় গিয়ে তার সাথে গপ্পো করছিলাম।

সে কেজিতে পড়ে..(সে নার্সারি পড়ে নাই)। তো সে নিজের ক্লাস সম্পর্কে যা বলছিল ..... তাতে দেখলাম সে যদি আজ থেকে ১০-১৫ বছর পর এখানে ব্লগাইতে এসে "আমার পুলাপানবেলা" শিরোনামে ব্লগর ব্লগর করে তাহলে নির্ঘাত বিমা (ব্লগার জনাব" বিষাক্ত মানুষ") তার নামে কপিরাইট আদালত মামলা করে দিবেন। কারণ দুইজনের পুলাপানবেলা দেখি এক্কেবারে একরকম!!! ব্যাপারটা আরও ব্যাখ্যা করি.... সে আমাকে তার ক্লাস টেস্টের খাতা দেখাচ্ছিল- সবগুলাতে ১৫ তে ১৫..(এ ব্লগার জনাব "রাশেদ" এর মত অতিশয় ভাল পোলা!!) সে আমাকে ব্যাখ্যা করছিল কোন অংক সে কিভাবে করেছে,কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় ইত্যাদি। হঠাৎ সে বলল.... আমাদের ক্লাসে একটা মেয়ে আছে নওশীন নাম......... সাথে সাথেই আমার মনে পড়ল.... বিমা তাঁর পুলাপানবেলায় লিখেছেন Click This Link যে......... "কম্বাইন্ড ক্লাস ছিলো তখন, বৃষ্টি/মিষ্টি/সৃষ্টি নামের এক মেয়ে পড়তো । আহা !! কি সুন্দর তার জুতা , যেন পৃথিবীতে ঐ একজোড়া জুতাই বানানো হৈছিলো ।

কি সুন্দর তার ব্যাগ !! মিকি আর মিনি মাউস হাত ধরাধরি কৈরা স্কুলে যাইতাছে । কি সুন্দর তার চুলের ঝুটি..যেন কালো দুইটা কাকাতুয়া " আমি তখন জিগেস করলাম..... "ওকি কালো কাকাতুয়ার মতো দুই ঝুটি করে আসে?" পিচ্চি চোখ বড় বড় করে নাক ফুলিয়ে বলল, "হ্যাঁ, চুলে দুইটা ঝুটি,আর ঝুটিতে লাগানো দুইটা মিকি মাউসের রাবার ব্যান্ড" আমি আরো আহলাদিত হয়ে বললাম যে ,"ব্যাগটা মিকি মাউসের"....... সে চোখ ছোট করে খানিক চিন্তা করে বলল..... "না বারবি'র ব্যাগ" "জুতা?" "সুন্দর, তবে আমারটা বেশী ভাল" আমি খানিকটা হতাশ, তবু বললাম...." তোমার ওকে কেমন লাগে?" পিচ্চি কপাল কুঁচকে বুড়োদের মতো বলে....."খারাপ না...... তবে ও ক্লাস টেস্টে ৩ পাইসে ১৫ তে .....আর পুরা ১ ঘন্টায় মাত্র ২টা জিনিস লিখসে!!" আমি বললাম...." আয়হায়...তুমি কি সারাদিন ওর দিকে তাকায় থাকো?" সে বলল,"ওমা, থাকব না?? আমি তো ক্লাসের ক্যাপ্টেন!!" আবার মনে পড়ে গেল বিমা কে । তিনি লিখেছিলেন....."ক্লাসে কি মনে কইরা ক্লাস টিচার আমারে ক্যাপ্টেন বানায় দিলো । " আমার মনে হল বেচারা হয়তো বিমার মতোই জানেনা,যে ক্যাপ্টেন মানে কি?? হাহাহা.... আর পিচ্চির মা বাবা চাচ্ছেন পিচ্চিকে কদিন পর বয়েজ স্কুলে ভর্তি করে দিবেন... ঠিক যেন কাঁদো কাঁদো বিমার উক্তি_"পরে নতুন স্কুলে ভর্তি হইলাম ক্লাস ওয়ানে সেখানে কোন মেয়ে নাই । " আর হ্যাঁ, পিচ্চিটা ভাল গান গায়; বিটিভি দেখে সব গান মুখস্ত করে ফেলসে!!(তাদের ডিশ লাইন নাই; তার পিতা মাতার ধারণা ঐ বস্তু থাকলে পুলাপান নষ্ট হয়ে যায়) এই লেখার দুইটা মহান উদ্দেশ্য বিদ্যমান: ১. আমার সপিমাতো ভাইকে বিমার কপিরাইট মামলা থেকে বাঁচানো ২.সে যেন তার পুলাপানবেলা লেখার সময় নওশীনকে " বৃষ্টি/মিষ্টি/সৃষ্টি" বানিয়ে না ফেলে।

এই মহতী উদ্যোগ ব্লগারদের ভাল না লাগলে করজোড়ে ক্ষমা চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।