আমাদের কথা খুঁজে নিন

   

আবারও ব্যান খাইলাম সোনা বলগে ।



জামাতী গোখরার কান্ড দেখেন । আসলেই প্রতিবিপ্লবিদের উপস্হিতিতে স্বাধীনতা কখনো পুর্নতা পায় না । সোনার বাংলা ব্লগে ব্যান খাইলাম । । ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ২:২৪ বিষয়: ইউজার স্ট্যাটাস সংক্রান্ত নোটিসের সময়: ২৯ মার্চ ২০১১, দুপুর ০১:৫৪ You have been banned for violating blog rule. বিষয়: রাসুল (সা ও ইসলামের ঘরের দুষমন (মোনাফেক) জামাত/হিজু হইতে হুসিয়ার।

নোটিসের সময়: ২৯ মার্চ ২০১১, দুপুর ০১:৫৪ Your post has been removed for violating blog rule. পোস্টটা ছিলো--এইটা রাসুল (সা ও ইসলামের ঘরের দুষমন (মোনাফেক) জামাত/হিজু হইতে হুসিয়ার। বাঙলাদেশে ইসলামের ব্যবসায়িক প্রয়োগের নতুন এক ধারা জামাত ও হিজবুত, মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবি্ত্তের ফাঁপা মননের দুর্বলচিত্ত বালকদের খুব সহজেই রিক্রুট করে এর বিদেশী প্রভুরা এক ধরনের বৈশ্বিক বিপ্লবের স্বপ্ন দেখিয়ে ‘ইসলাম ইনফেকশন প্রোগাম’ ব্যবহার করে সবরকম মুক্তচিন্তা দমন ও সবখানে ইসলামের নামে অবাস্তব মনগড়া জীবনদর্শন সংক্রমিত করছে। প্রথমআলোব্লগ তৈরি হয়েছে ত্রিভুজ নামক ‘হিজু ছাগুর’ হাত ধরে, সেখানে মুক্তচিন্তা ও ভিন্নমতের যেকোন লেখা মুছে যায় বিকৃতরুচির ওয়ার্নিঙের মাধ্যমে। যার অনেক অভিযোগ সামহোয়ারে আমরা দেখেছি। সোনারবাংলা ব্লগে সবারই কথা বলার আপাত অধিকার থাকলেও -এটীমের কিছু এলিমেন্টের ফ্যাসিস্টধর্মী আচরনের জের কর্তৃপক্ষ নতুন কিছু নিয়ম চালু করে, স্ট্যাটাস বদল, অটো মডারেশন ইত্যাদি, যার ব্যবহারে ব্লগারদের কন্ঠরোধ ইদানীং অহরহ ঘটছে।

নতুন উপদ্রব হিসেবে কিছু ব্লগারকে মডারেশনের দায়িত্ব দেয়া হয়েছে যাদের মাঝে কয়েকজন হিজবুতের এজেন্ডা বাস্তবায়নে সদা সক্রিয়। আমি এই পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই যাদের মতাদর্শ চলতি জামাত/হিজুর জনপ্রিয় ইসলামী ব্যবসার বিপরীতে যায়, তারা যেন দয়া করে তাদের ব্লগ সেখান থেকে ব্যকাপ নিয়ে নেয়, কারন এখন জামাত/হিজু’র কিলিং লিস্টে তাদের নাম পাওয়া যাবে। এদের অন্যতম কিলিং স্কোয়াড শিবির । এরা ঠান্ডা মাথায় হত্যাকান্ড চালায় । এমনকি শু্দ্ধি অভিযানের নামে নিজেদের দলীয লোকদেরও একেবারে লাপাত্তা করে দেয়,এই ভন্ডরা ।

সঠিক ইসলামের ধর্মকথা সহ অন্যান্য যাদের লেখা রেফারেন্স হিসেবে ব্যবহার হতে পারে, তা সুক্ষ্ম কৌশলে অথবা কোন না কোন অজুহাতে মুছে দেয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। মতবাদ নির্বিশেষে সকলের কাছে তাই আহ্বান, এদের কুচক্রী কার্যকলাপ থেকে আসুন সতর্ক থাকি। আমরা আলোচনা, কথাবার্তা চালিয়ে যাই। ঋদ্ধ করি আমাদের মনন মুক্ত-চিন্তায়। কে জানে, ভবিষ্যতের সন্তানেরা হয়তো একদিন আমাদের ধন্যবাদ দেবে শক্ত কোমরে দাড়িয়ে ঈমানের ঝান্ডাটা ধরে রেখিছিলাম বলে! ৭১, এ পাকি বাহিনীর জন্য নারী গনীমত সরবরাহের জন্য রাও ফরমান আলীর সাথে আলোচনা করছেন মুনাফেক গোলাম আযম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.