সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন
হ্যাঁ, রিকি পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে আর নেই। পন্টিং আজ সিডনিতে এই ঘোষণা দিয়েছেন।
তবে পন্টিং ক্যাপ্টেন হিসেবে না থাকলেও খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া দলে খেলে যেতে চান। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যে নতুন ক্যাপ্টেন হিসেবে মাইকেল ক্লার্কের নাম ঘোষণা করেছে।
পন্টিং মনে করেন, তার এখনো অস্ট্রেলিয়া ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে। তিনি এখনো ফুরিয়ে যাননি। ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে তিনি তার খেলা চালিয়ে যাবেন।
পন্টিং বলেছেন,
"I have resigned as captain of both the Test and one-day Australian teams. I will continue to play and am available for selection in both the one day and Test teams. I have thought long and hard about what Australian cricket needs. Now is the right time for the next captain to assume the responsibility for both the Test and one-day teams. We have to be doing everything we can to win back the Ashes in 2013-14 and the World Cup in 2015. It is highly unlikely that I will be still playing so it is the right decision for Australian cricket that the next captain now be appointed. "
তিনি আরও বলেন,
"Today is a new start for me and I am very excited about the future. I will give my complete support to our new captain and continue to do my best to set the best possible example for my team-mates and emerging cricketers alike."
পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ৭৭টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪৮টিতে এবং ২২৮টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে রেকর্ড ১৬৪টিতে জয়ী হয়েছেন, যার মধ্যে ২০০৩ ও ২০০৭ এ দুটি বিশ্বকাপের শিরোপাও রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।