আধুনিক ক্রিকেটের বিস্ময়, সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং কিছুদিন পূর্বে অবসর নিয়েছেন। তাকে নিয়ে ছোট্ট আয়োজন। প্রিয় খেলোয়াড়কে সুদূর বাংলাদেশ থেকে এই শ্রদ্ধা। পরিচয় পূর্ণ নাম : রিকি থমাস পন্টিং ডাক নাম : পান্টার জন্ম তারিখ : ১৯ ডিসেম্বর, ১৯৭৪ জন্মস্থান : তাসমানিয়া, অস্ট্রেলিয়া বয়স : ৩৭ বছর পন্টিংয়ের সেরা ব্যাটসম্যান : ব্রায়ান লারা, শচীন, জ্যাক ক্যালিস পন্টিংয়ের সেরা বোলার : ওয়াসিম আকরাম, অ্যাব্রোস ক্যারিয়ার টেস্ট অভিষেক : ৮ ডিসেম্বর, ১৯৯৫ প্রতিপক্ষ : শ্রীলংকা, ভেন্যু : পার্থ টেস্ট খেলেছেন : ১৬৮, ইনিংস : ২৮৭ টেস্ট সেঞ্চুরি : ৪১, ফিফটি : ৬২ মোট টেস্ট রান : ১৩ হাজার ৩৭৮ ওয়ানডে অভিষেক : ১৫ ফেব্র“য়ারি, ১৯৯৫ প্রতিপক্ষ : দক্ষিণ আফ্রিকা, ভেন্যু : ওয়েলিংটন ওয়ানডে খেলেছেন : ৩৭৫, ইনিংস : ৩৬৫ সেঞ্চুরি : ৩০, ফিফটি : ৮২ মোট ওয়ানডে রান : ১৩ হাজার ৭০৪ বিশ্বকাপ অধিনায়ক : ৩ বার বিশ্বকাপ নিয়েছেন : ২ বার অবসর : ৩ ডিসেম্বর, ২০১২ অর্জন আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার : ২০০৬ এবং ২০০৭ আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার : ২০০৩, ২০০৪ এবং ২০০৫ অ্যালান বোর্ডার পদক : ২০০৪, ২০০৬, ২০০৭ এবং ২০০৯ উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার : ২০০৬ ক্রিকইনফো প্লেয়ার অব দ্য ডিকেড : ২০০০- ০৯ দশক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।