একটা স্যাটায়ার পোষ্টের (পোষ্টের ট্যাগ।কি-ওয়ার্ডসে স্পষ্ট করে লিখা ছিল যে এটি একটি স্যটায়ার পোষ্ট) জন্য আমার ব্লগ স্ট্যাটাস জেনারেল ও মন্তব্য করার সুযোগ কেড়ে নেওয়াতে ফিউশন ফাইভ এর একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে... পোষ্টের কথা মনে পড়ে গেল যেখানে মডুদের পোষ্ট নির্বাচনের যোগ্যতা নিয়ে কথা তুলেছিলেন অর্থাৎ মডুদের যোগ্যতা। যে পোষ্টটির কারণে "অধ্যাপক আনু মোহাম্মদ স্যার কি জামাত-শিবির বা আই এস আই এর টাকা খাইলো নাকি??? " আমাকে জেনারেল করা হলো সেই একই মন্তব্য আমি আনু মোহাম্মদ স্যারের ফেসবুক ওয়ালেও করেছি কিন্তু সেখানে সবাই বুঝতে পেরেছে যে আমি যত্র-তত্র ট্যাগিং এর অপব্যবহারের প্রতিবাদ করেছি মাত্র তার মত মানুষকে হেও করার জন্য না। কিন্তু আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে হয় ব্লগ কর্তৃপক্ষের পোষ্ট বোঝার যোগ্যতা নাই না হয় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে আওয়ামী পন্থি মডুর আক্রোশের শিকার হলাম। আমাকে অত্যন্ত দুঃখের সাথে মোতাহের হোসেন চো: এর সেই বিখ্যাত উক্তিটি আর একবার মনে করিয়ে দিতে হচ্ছে সবাইকে "বৈশ্য লেখকের পক্ষেই সম্ভব শূদ্র পাঠকের মনোরঞ্জন করা।" আমি দুঃখিত সামহোয়ারইন ব্লগের মডুদের তেল মেরে ব্লগিং করা আমার পক্ষে সম্ভব না। বিদায় সামহোয়ারইন ব্লগ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।