আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন ব্লগ ধ্বসের কারন



সামহোয়ার ব্লগ সংলিষ্টরা স্বীকার করুক আর নাই করুক ব্যাপক পতনের স্বীকার হয়েছে সামহোয়ারইন ব্লগ।শুরুর দিকে ব্লগের ধস সাময়িক মনে হলেও ধীরে ধীরে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে সামহোয়ার এই পতন সহজে কাটিয়ে উঠতে পারছেনা।বিগত একমাসের এলেক্সা রেটিং প্রমাণ করে সামহোয়ার ইন ব্লগ আগের অবস্থানে ফিরে আসাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কেন সামহোয়ারইন ব্লগের এই পতন? ব্যাক্তিগত ভাবে আমি দুইটা কারণ মনে করি। ১..নাস্তিকদের তোষন করতে গিয়ে নাস্তিকদের নোংরামীর প্রতিবাদকারীদের অন্যায় মডারেশনের শিকার করা। ২..উলঙ্গ আওয়ামীলীগপন্থী অসভ্য গালিবাজদের প্রশ্রয় দেওয়া।গালিবাজরা শত শত গালি দিয়েও পার পেয়ে গিয়েছে।কিন্তু গালিবাজদের শত গালির বিপরীতে একটা গালি ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে পুরো ব্লগই বাতিল করে দেওয়া হয়েছে। Alexa Traffic Rank: 5,517 Bangladesh Flag Traffic Rank in BD: 26 link-icon Sites Linking In: 1,634 সময় এখন দেখার কিভাবে সামহোয়ারইন ব্লগ ধ্বস কাটিয়ে উঠতে পারে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.