কুকুরের জন্য মুগুর সামু আজ এক তীব্র সংকটের মুখে । বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগটি এতোদিন নানান আন্দোলনের কেন্দ্র হিসেবে থাকলেও আজ এই ব্লগের বিরুদ্ধে এই ব্লগেই আন্দোলন শুরু হয়েছে
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০ সময়ে দাঁড়িপাল্লা নামের একটি নিক থেকে মুহম্মদ (সঃ) সম্পর্কে একটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত ১৫টি কুরুচিপূর্ণ কার্টুন সম্বলিত একটি পোস্ট দেয়া হয়।
সাথে সাথে সাধারণ ব্লগাররা এই পোস্টের প্রতিবাদ জানান এবং পোস্টের মাধ্যমে মোডারেটরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
ধীরে ধীরে ব্লগারদের আক্রোশ বাড়তে থাকে। রাত ৩:২৮ সময়ে প্রসঙ্গ : টেক্সটাইল ইঞ্জিনিয়ার নামের একটি পোস্টকে মডারেটররা নির্বাচিত পোস্টের অন্তর্ভুক্ত করে।
যার ফলে ব্লগাররা বুঝতে পারে যে সামহোয়ারইন ব্লগ মডারেটররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের ধর্মানুভুতিতে আঘাত হানার জন্যই এতো প্রতিবাদ সম্মুখে পোস্ট কিংবা ব্লগার দাঁড়িপাল্লার কাউকে ব্যান করে নাই।
পরবর্তীতে ব্লগাররা মডারেটরদের উদ্দেশ্যে স্ল্যাং ব্যাবহার করে পোস্ট দেয়া শুরু করে।
কিন্তু মডারেটরদের পক্ষ থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেখা যায়না। ব্লগাররা তখন সামহোয়ারইন ব্লগ ত্যাগের হুমকি দেয়া এবং এই পোস্টের পিছনে মডারেটরদের হাত থাকতে পারে সন্দেহে পোস্ট দেয়া শুরু করে। হোমপেইজে তখন একের পর এক প্রতিবাদ পোস্ট আসছিলো।
ফলশ্রুতিতে মডারেটররা ব্লগের নীড়পাতা বন্ধ করে দেয়।
দুই ঘণ্টার মত হোমপেজ বন্ধ ছিল। অবশেষে সকাল ৫টায় সেই পোষ্টটি রিমুভ করা হলেও ব্লগারকে এখনো ব্যান করা হয়নি।
বুঝাই যাচ্ছে সামহোয়ারইন ব্লগ মডুরা বিশ্রী এই কাজের সাথে পরোক্ষভাবে জড়িত। বাঁধ আজ ভেঙ্গে গেছে।
বাঁধ ভাঙ্গার আওয়াজ শোনার রুচি এখন আমাদের নাই। ব্লগে স্টিকি হয়ে ঝুলছে ব্লগার ফিউশন ফাইভের ''ইন্টারনেটকে শেকল পরানোর এই সরকারি অপচেষ্টা রুখতে হবে যে কোনো মূল্যে'' পোস্টটি । আর তারউপর আজকের ব্লগার দাঁড়িপাল্লার পোস্ট । সরকার যেমন গুগল ইনক. বন্ধ করে দিয়েছে , আশঙ্কা করা হচ্ছে সামু'কেও এই ভাগ্য বরণ করতে হবে। আমরা আমাদের অন্যতম প্রিয় ব্লগ সামহোয়ারইন ব্লগ হারাতে চাইনা।
তবে এই নেক্কারজনক কাজের সাথে জড়িত ব্লগার ও মডারেটরের শাস্তির দাবি জানাই।
মূল লিখাটি এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।