আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা অহর্নিশ

seremos como el Che
তোমার জন্য হে শান্তি এই প্রতীক্ষা। যুদ্ধের ডামাডোলে, বোমার বিস্ফোরণে, মানুষের চীৎকারে, মানবতার ধর্ষণে, তোমার জন্য হে শান্তি এই প্রতীক্ষা। তোমার জন্য হে সুখ এই প্রতীক্ষা। জীবনের প্রতিটি মোড়ে, অক্ষমতার আস্ফালনে, ছেড়া কাপড়ের সম্ভ্রমে, বৃষ্টি ভেজা সন্ধ্যায়, তোমার জন্য হে সুখ এই প্রতীক্ষা। তোমার জন্য হে মগ্নতা এই প্রতীক্ষা।

ছেলেটির আগ্রহে, মেয়েটির লজ্জায়, লাভলেনের বাতাসে, নেশাখোরের চোখের দৃষ্টিতে, তোমার জন্য হে মগ্নতা এই প্রতীক্ষা। তোমার জন্য হে স্বপ্ন এই প্রতীক্ষা। স্বপ্নালু চোখের পাতায়, চাকরি চাই বিজ্ঞাপণে, বস্ত্রবালিকার একনিষ্ঠতায়, শ্রমিকের চোখের ঝিলিকে, তোমার জন্য হে স্বপ্ন এই প্রতীক্ষা। তোমার জন্য হে মৃত্যু এই প্রতীক্ষা। গাঁজার পথে পথে, লিবিয়ার বর্ডারে, কাশ্মীরের সীমান্তরেখায়, মেডিকেলের বারান্দায়, তোমার জন্য হে মৃত্যু এই প্রতীক্ষা।

তোমার জন্য হে ভালবাসা এই প্রতীক্ষা। প্রেমিকার দৃষ্টিতে, ফকিরের অনুরোধে, ছোট্ট শিশুর কান্নায়, মানবতার দীর্ঘশ্বাসে, তোমার জন্য হে ভালবাসা এই প্রতীক্ষা। । পাদটীকাঃ ইন্টারভিউ দিতে গিয়ে কেউ সেই অফিসে বসে কবিতা লিখে নিয়ে এসেছে এমন আমি কোনদিন শুনিনি। এই কাজটা আমি কিভাবে করে ফেলেছি সেটাও একটা গবেষণার বিষয়।

[সেইরাম একটা ভাব নিয়ে ফেললাম, হাঃ হাঃ হাঃ] ২২শে মার্চ, ২০১১, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।