আমাদের কথা খুঁজে নিন

   

দিনের শেষে-৬



মাতিন স্যার । সাদেকুল আরেফিন মাতিন স্যার। সমার্জকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক। সম্প্রতি তিনি শিক্ষক সমিতির সাধারণ নির্বাচিত হয়েছেন। ক্যাম্পাসে যখন তাঁকে দেখতাম একটি এ্যাছ কালারের প্রাইভেট কার নিয়ে আসত।

বড় বড় চুল। গোলগাল চেহারা । ছিমছাম ভাব থাকত তাঁর হাটা চলায়। কখনো তাঁর সাথে কথা হয়নি। যখন শুনলাম তিনি এবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।

তখন আমার কাজের জন্য শিক্ষক ক্লাবে একটি সাক্ষাতকার নিলাম। কি সুন্দর ব্যবহার। ছাত্রদের সাথে তাঁর এতো বন্ধুত্বপূর্ণ ব্যবহার। আমি এর আগে কোন বিশ্ববিদ্যালয় শিক্ষককে দেখিনি। পরে এই স্যার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জয়ী হওয়ার ঘটনাটি আমি রিপোর্ট করেছিলাম সেটি ইত্তেফাকে দু নম্বর পেজে ছবিসহ ছাপা হয়। গতকাল শহীদ মিনারে স্যারের দেখা হয়। আমি এসেছি ২৬ মার্চ উপলক্ষে সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত নাটক দেখতে। স্যার ও এসেছিলেন। স্যার গাড়ি থেকে নেমে মিনারের এক কোণে বসে নাটক দেখছিলেন।

আমিও দেখলাম। পরে স্যারের সাথে অনেক কথা হলো। স্যার শিক্ষার্থীদের সাথে একদম ফ্রি। স্যার সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে এক সময় জড়িত ছিলেন। ছাত্রাবাস্থায় অনেক নাটক করেছিলেন।

এক পর্যায়ে স্যার বললেন পড়ালেখার বাইরে নানা কর্মকান্ডের সাথে জড়িত থাকা উচিত। শুধু ক্লাস আর নোট পরে পরীক্ষা দিয়ে পাশ করে বের হওয়া যাওয়ার মধ্য দিয়ে কোন কার্যকারিতা বা সফলতা নেই। শাকির ইকরাম ২৪ মার্চ ২০১১ইং শেরই বাংলা হল সময়: রাত ১০ টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।