বাংলাদেশ শিল্পকলার একাডেমীর জাতীয় নাট্যশালায় ২৯ জুলাই উদযাপিত হয়েছে ঢাকা থিয়েটারের চল্লিশ বছর। এতে নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকা থিয়েটারের প্রবীণ ও নবীন শিল্পীরা কোলাজ পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন ও শমী কায়সার।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন নাসির উদ্দিন ইউসুফ, গ্রন্থনায় রুবাইয়াৎ আহমেদ, সুর ও সংগীত পরিচালনায় শিমূল ইফসুফ এবং আলোক নির্দেশনা দিয়েছেন ওয়াসিম আহমেদ।
আয়োজনে ‘সংবাদ কার্টুন’, ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘মুনতাসির ফ্যানটাসি’, ‘শকুন্তলা’, ‘কীত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘হাতহদাই’, ‘চাকা’, ‘যৈবতী কন্যার মন’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘নিমজ্জন’, ‘ধাবমান’, ‘দ্য টেম্পেস্ট’-এর কোলাজ পরিবেশিত হয়। অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ, শিমূল ইউসুফ, আফজাল হোসেন, জহির উদ্দীন পিয়ার, লিনু বিল্লাহ, শুভাশীষ ভৌমিক, কামাল বায়েজিদ, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, নাসরিন নাহার, শমী কায়সার, রোজি সিদ্দিকী, চন্দন চৌধুরী, রুবল লোদী, এশা ইউসুফ, আসাদুজ্জামান আমান, সাজ্জাদ রাজিব, রফিকুল ইসলাম, সামিউন জাহান দোলা প্রমুখ।
দলকে আশীর্বাদ করেন সৈয়দ শামসুল হক। শুভেচ্ছা জানিয়েছেন আতাউর রহমান, মামুনুর রশিদ, ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, ত্রপা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও বিভিন্ন নাট্য সংগঠন এবং সংস্কৃতিক সংগঠন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।