আমাদের কথা খুঁজে নিন

   

যে মুভিগুলো দেখে মুখ হা হয়ে গেছে

I always tell the truth. Even whn I lie.

কারেন্টে শক খেয়েছেন কখনো? আমি খায়নি। কিন্তু মুভি দেখে খেয়েছি। আমাদের সবারই হলিঊড বলিঊড এর মুভি দেখে মনেহয় এটাতো আগে থেকেই জানতাম। তাছাড়া নায়কের বেচে যাওয়া, চরম সত্যকে মাঝে মাঝে আড়াল করা হয় মুভির প্রয়োজনে। সব কিছুরই ব্যতিক্রম থাকে।

বিশেষ করে হলিঊডে এমন কিছু মুভি আছে যা দেখে চমকে গেছি। বারবার দেখেছি। বারবার ভালও লেগেচে। এম নাঈট বা ক্রিস্টফার নোলান এদের ফিল্ম গুলো এমনি হয়, প্রায় প্রতেক বছর এরকম ২ ৩ তা মুভি বের হয়। আমি বেছে বেছে এই মুভিগুলো দেখলাম কয়েকদিন ধরে।

সবগুলো দেখেই শক কেয়েছি যেগূলো দেখে বেশী সেগুলো নিচে দিলাম। আপনি মিলিয়ে দেখতে পারেন। The Others এটার শেষটা দেখে মাথা ঘুরে গেসে। আপনা্রও যাবে। The Sixth Sense এটা দেখে না চমকালে আপনি মানুষনা।

The Usual Suspects ভাবিনি, আবার ভেবেছিলাম। Psycho (1960) উপপপস। The Prestige (2006) শেষ দেখে অপমানিত হবেন। যেটা ভেবেছেন তার উল্টোটা। সো আপনি বোকা।

Oldboy (2003) korean movie কি আর বলবো দেখেন তারপর জানান। PrimalFear ওহহো। এটা দেখার সময় বৃষ্টি হছছিল। ওয়াও। Angel Heart নাম শুনেই ধারনা করেছেন কেমন হবে।

আগে একবার দেখেনতো। Memento গাজিনি দেখেছেন। এটার কপিরাঈট। যাহোক এই মুভি আপনার গালে কষে একটা থাপ্পর মারবে। গাজিনি কেন দেখেছেন এটা কেন দেখেননি।

Lucky Number Slevin উপপপস Seven (1995) রাতের বেলায় দেখবেন। একা একা। সাথে কেউ থাকলে তারা কথা বলবে ফলে মুভি থেকে নজর সরে যাবে। তাহলেই কিছুই বুঝবেন না। প্রতিটি সেকেন্ড গুরুত্বপুর্ন।

Final Analysis একাবআরে ফাইনাল। Invasion of the Body Snatchers (1978) উপপপ্স Stephen’s King The Mist নামটা ভালোভাবে পরেন। The Ring আহাহাহা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.