আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় মুভিগুলো - ১

যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত -১ যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত -২ 'যে মুভিগুলো জীবনে একবার হলেও দেখা উচিত'- এই শিরোনামটি বেশিদিন চালিয়ে নেওয়া সম্ভব না। এতো কঠোর শিরোনামের মুভি তুলনামূলক কম। এখন সাধারণ কিছু মুভির পরিচয় করিয়ে দিচ্ছি, এগুলো আপনার অবসরকে রঙিন করতে পারে। তারপরও আমি কিছু মুভি'র তালিকা করছি, পরে তা আবার পোস্ট করব। The Gods Must Be Crazy (1980) The Gods Must Be Crazy II (1989) The Gods Must Be Crazy নামে তিনটা মুভি আছে।

এই সিরিজের সাথে পরিচিত নয় এমন মুভিপ্রেমি কমই আছে। 'হাহালুখুগে' টাইপের মুভি। প্রথম দুইটা আমার কাছে বেশি ভালো লাগছে। মাস্ট সি। Samaritan Girl (2004) কিম কি দুকের এই মুভিটা দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম।

এই পরিচালক মুভিগুলোতে অস্বাভাবিক ঘটনা বা দৃশ্য দেখানোর কারণে সাউথ কোরিয়ায় কু-খ্যাত। দুই বান্ধবী ভ্রমণের খরচ যোগানোর জন্য দুই নম্বরী পথে নামে। একজন ডায়েরীতে হিসাব রাখে। এর মধ্যেই ঘটে দু:খজনক একটা ঘটনা। তারপর একজন ডায়েরী দেখে দেখে কাস্টমারদের টাকা ফেরত দেয়।

কিন্তু ধরা খায় তার নিজের বাবার কাছে। এ এক মানসিক টানাপোড়েন এর গল্প। মেয়ের জীবনের এই কালো অধ্যায় জানার পর বাবা কি করে? মুভিটা দেখলে নি:সন্দেহে আপনার ভালো লাগবে। সুন্দরী মেয়েটার জন্য আমার খুব দু:খ হয় My Little Bride (2004) কোরিয়ান বাল্য বিবাহ। যারা এই লাইনে আছেন, অভিজ্ঞতা হবে।

যারা কোরিয়ান মুভি দেখেন, এটা না দেখার কোন কারণ নাই। The Japanese Wife (2010) অপর্ণা সেনের ছবি। আমার খুব দু:খ লাগে যখন ন্যাড়া মাথার জাপানী বউ বাংলায় আসে। এই ভালোবাসার মূল্য মাপা যায় না। ______________________________________ Cinema Paradiso : এক মুভিখোরের গল্প ______________________________________ দেখলাম মা, 母亲, Madeo বা Mother _______________________________________ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.