^^^^^^^^^
মুভিগুলো গ্যাংস্টার হলেও আরও অনেক জেনরেতে হয়তো পড়বে। এটি আমার পছন্দের লিস্ট, ১ম পর্বে দশটি মুভি থাকছে।
মুভিগুলোতে ভায়োলেশন, ব্লাডি সিন খুব বেশি। তাই ১৬+ না হলে না দেখাই ভালো।
The Godfather I
মারিও পুজো'র উপন্যাস অবলম্বনে চিত্রিয়িত মুভিটার পরিচালক ছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা।
আমার জীবনের দশটা সেরা মুভির তালিকা তৈরী করতে হলে গডফাদার ট্রিলজির প্রথম দুইটা মুভি অনায়াসেই সেই টালিকায় স্থান পাবে। ক্লাসিক এই মুভিগুলো নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই।
গ্যাংস্টার ভিটো ক্যারোলিন পরিবারের সবচেয়ে ভালো, নিরীহ ছেলেটিই পরিস্থিতির কারণে হয়ে উঠে গডফাদার। বাকিটা মুভিটাতেই দেখবেন.....
টরেন্ট
The Godfather II
ফ্রান্সিস ফোর্ড কপোলা'র চিত্রনাট্য পরিচালনার গডফাদার ট্রিলজির ২য় ছবি দ্যা গডফাদার পার্ট টু। আল পাসিনো, রবার্ট ডি নিরো'র এই মুভিটা যতবারই আমি দেখি নতুনভাবে দেখার স্বাদ পাই।
আপনি যদি কারো সাথে অনেক মুভি দেখেন এমনটি বলেন কিন্তু গডফাদার পার্ট টু দেখেন নি তাহলে খুব শিগগির দেখার প্ল্যান করুন।
কাহিনী একটু পেছনে গিয়ে এই মুভিতে দেখবেন ভিটো ক্যারোলিন কিভাবে গ্যাংস্টার হয়ে উঠে, ক্যারোলিন পরিবারের পরষ্পরের প্রতি অবিশ্বাস আর দ্যা গডফাদার মাইকেল করলিওন কিভাবে সবকিছু ডমিনেট করে।
টরেন্ট
Pulp Fiction
কিউয়েন্টিন টারান্টিনো'র এই মুভিটার শুরু অনেকগুলো ছোট ছোট ঘটনা থেকে। একসময় সবগুলো ঘটনা একজায়গায় এসে মিলে যায়।
জন ট্রাভোল্টা, স্যামুয়েল এল জ্যাকসন, ব্রুস উইলিস আর উমা থরম্যান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন।
অনেক মুভি আছে যেগুলো মুভির শেষ ভাগে এসেও কিছু বোঝা যায় না। এক্ষেত্রে আমি কোন সিন স্কিপ না করে শুধু দেখেই যাই। মুভির শেষে এসে সব ক্লিয়ার হয়ে যায়।
টরেন্ট
The Usual Suspects
আমার দেখা মুভিগুলোর মাঝে সবচেয়ে ভালো এন্ডিং এই মুভিটার। পরিচালক ব্রায়ান সিংগার।
আমি এখানে একটু কিছু এড করলেই সেটা হয়তো একটা স্পয়েলার হয়ে যেতে পারে, তাই সবচেয়ে ভালো মুভিটা দেখে নিলে.... কি বলেন দেখবেন নাকি আর একবার বা প্রথমবারের মত?
টরেন্ট
Goodfellas
মার্টিন স্করসিসে'র পরিচালনায় এই মুভিটি অনেকদিন আমার পিসিতে পড়ে ছিল। গতকাল দেখে আফসোস করছি কেন আগে দেখলাম না।
রবার্ট ডি নিরো, জো পাস্কি, রে লিওটা'র দুর্দান্ত অভিনয় যে কারো মন জয় করে নিবে।
এক স্কুল বালকের গ্যাংস্টারদের সংস্পর্শে থাকা, তার মনে একদিন গ্যাংস্টার হয়ে উঠার স্বপ্ন সত্যি হওয়া। তিন বন্ধুর অপরাধ জগতের নানা ঘটনায় এগিয়ে যায় মুভিটির কাহিনী.....
টরেন্ট
City of God
রিও ডি জেনেইরোর দরিদ্র কিছু বালকের গল্প, যারা বেড়ে উঠে অপরাধের সৃ্গরাজ্যে।
একসময় জড়িয়ে পড়ে ড্রাগ ডিলিং এর মত বিপজ্জনক কাজে.....
[link|http://torrents.thepiratebay.org/3954598/City_of_God[2002]DvDrip[Port]-FXG.3954598.TPB.torrent|টরেন্ট]
Gangs of New York
ডেনিয়েল ডে লেউস, লিউনার্দো ডি'ক্যাপ্রিও'র অভিনয়ের চেয়েও অনেক বেশি কিছু আছে এই মুভিতে, দেখতে হলে মুভিটা সংগ্রহ করে নিন, নয়তো নিচের টরেন্ট বা অন্য কোনখান থেকে ডাউনলোড করে নিন।
[link|http://torrents.thepiratebay.org/5350594/Gangs_of_New_York_[2002]_dvdrip.5350594.TPB.torrent|টরেন্ট]
Scarface
এল পাসিনো অভিনীত গ্যাংস্টার মুভিটা দেখেছিলাম এই সেদিন, আপনাকেও দেখতে বলছি....
[link|http://torrents.thepiratebay.org/5057356/Scarface[1983][Uncut.Version]DvDrip[eng].avi.5057356.TPB.torrent|টরেন্ট]
Lock Stock & Two Smoking Barrels
শহরের অনেকগুলো গ্রুপ, সবার ক্রাইম একটি মাত্র জায়গায় এসে এক হয়। এন্টিক বস্তুগুলো যাদের হাতে থাকে তারাও জানেনা আসলে ঐগুলো কি! কত মূল্য সেগুলোর। শুরুতে বিরক্ত না হয়ে মুভিটাকে একটু সময় পার হতে দিলে আশা করি শেষে ভালো কিছু পাবেন।
সাবটাইটেল রিকমেন্ড করছি, কারণ ঐ মুভিটায় সবার ভাষা আমার কাছে বুঝতে অনেক কষ্ট হয়েছে।
টরেন্ট
পরের পর্বে আসছে.....
Road to Perdition
Snatch
Heat
American Gangstar
Reservoir dogs
Eastern Promises
Carlito's Way
The Untouchables
Casino
Donnie Brosco
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।