আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রেম পত্র



এপ্রিল ৭-২০১০ কুষ্টিয়া, প্রানের প্রিয়তম, পত্রের প্রথমে আমার হৃদয়ের পুস্প বিন্যাস এর “মালভেসি” গোত্রের সব রজনিগন্ধা শোভিত ভালোবাসা নিও । তোমার আর আমার হৃদয়ের “জারন-বিজারন” ক্রিয়া বোধয় এই জীবনে আর শেষ হবে না । “সিগমা” বন্ধনে আবদ্ধ তোমার প্রতি আমার এ ভালবাসা “স্প্রিং নিক্তি” বা “ক্যালিপার্স” দিয়ে মাপা সম্ভব নয় । প্রথম যেদিন তোমার মুখ খানি দেখব সেদিন থেকে আমার হৃদয়ের “transformer” এ “AC-current” প্রবাহ হবে । এসো আমরা দুজনে “আয়নিক বন্ধন” এ আবদ্ধ হই ।

তোমাকে এক দিন না দেখলে আমার হৃদয়ের লিফট “সেলাই মেশিন” এর মত ওঠা নামা করবে । আবার যখন তোমাকে দেখব তখন নিজে কে “Helium gas” এর মত হাল্কা মনে হবে । তোমার মিষ্টি হাসি আমার হৃদয়ে “Drill machine” এর মত “বিট” সৃষ্টি করে । আমার মনের “picture-tube” এ শুধু তোমার ছবি । তোমার “প্রভাবক” মা-বাবার বিপরীত মুখি “চুম্বক বলরেখা” কি এখনো বিদ্যামান রয়েই গেছে ? তুমি নিশ্চয় জানো তাদের সাথে আমার সম্পর্ক “গাঢ় সালফিউরিক এসিড” এ “পানি” মেশানোর মত ।

এতে আমি অবশ্য ভ্য় পাইনা । কারন আমার হৃদয়ে “প্রতিস্থাপন বিক্রিয়া” কবেই ঘটে গেছে । তুমি যখন আমার পাশে থাকনা তখন আমার হৃদয় “নিউটন” এর প্রথম সূত্রের মত কাজ করে । বর্তমানে আমার মতিগতি সরল না চক্রাকার তা আমি ঠিক ভাবে বুঝে ওঠতে পারছিনা । আমার হৃদয়টা “স্থিতিস্থাপক” “পদার্থ” নয় ।

তোমার হৃদয় “সার্কিট” এর “পজেটিভ” প্রান্ত । আর এই “সার্কিট” এ সারা জীবন ভালবাসার “ইলেকট্রন” প্রবাহিত হতে থাকবে । তোমার আমার মধ্যে সম্পর্ক নিউটন এর ২য় সূত্রের মত । আমাদের প্রেমের “transformer” টি কোন দিন নষ্ট হতে দেবোনা । ভাগ্যের পরিহাসে যদি কোন দিন আমাদের প্রেমে “মরিচা” পরে তাহলে কষ্ট করে “গ্যালভানাইজিং” এর প্রলেপ দিয়ে আমাদের প্রেম কে উজ্জ্বল করে তুলব ।

আমাদের প্রেম “আন্তর্জাতিক পরিমাপের” মতো বিখ্যাত হবে । তাই এসো আমরা আমাদের প্রেম কে বহুল প্রচলিত “M.K.S” পদ্ধতিতে সার্থক করে তুলি। ইতি তোমার আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.