আমাদের কথা খুঁজে নিন

   

মোড়লের মোড়লিপনায় দলিত মানবতা



মোড়লি এমন একটি শব্দ, যা এটার বাহককে নির্লজ্জ অত্যাচারীতে পরিণত করে । এর সবচেয়ে বড় এবং বাস্তব উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা । তারা মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে প্রতিনিয়ত মারছে মানব সন্তান । এর অতি সাম্প্রতিক উদাহরণ লিবিয়া আর অতীতের অনেক উদাহরণের মাঝে ইরাক আর আফগানিস্থান । তারা যেভাবে বেসামরিক জনতাকে মারছে, আর তাদের সৈন্যদেরকে মরতে বাধ্য করছে এর বাইরে কি আর কোন পথ খোলা নেই? হতে পারে সে পথ আরও মসৃণ আরো শান্তির ।

কিন্তু না, কথায় কথায় তারা হাতে তুলে নিচ্ছে মরনাস্ত্র । তাহলে কি আমরা বলতে পারিনা যে, শক্তিধর রাষ্ট্রগুলো তাদের যা ইচ্ছে তা-ই করে যাচ্ছে? তার মানে জোড় যার মুল্লুক তার । মোড়লদের কাছে গনতন্ত্র বলেন আর যাই বলেন কিছুতেই কিছু হবে না, শক্তির ঝড় তারা ছাড়বেই সাধারণ জনতার পানে । ভারত-পাকিস্তান স্বাধীন হবার পর আমরা পাকিস্তানের শোষণের শিকার হয়েছি, তারাও আমাদের উপর জুলুম করতে চেয়েছে আমাদেরকে দুর্বল ভেবেই । কিন্তু, না ১৯৭১-এ দেশের সূর্য সন্তানদের কাছে তাদের পরাজয় বরণ করতে হয়েছিল ।

তাই বলতে চাই এই মোড়লদেরও শেষ পরিণতি ভাল হবেনা, নিপীড়িত মানবতা ঠিকই এর সমুচিত জবাব দেবে । মুখোশধারী এই অত্যাচারীরা তথাকথিত মানবতাবাদের ধুয়ো তুলে শেষ রক্ষা করতে পারবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.