গতকাল প্রথমআলো পত্রিকা পড়ে জানতে পারলাম বাংলাদেশ এ টিম আশরাফুলের নেতৃত্বে দ্বিতীয় সারির একটি দল নিয়ে দক্ষিণ আফ্রিকা ট্যুর করতে যাচ্ছে। উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকার এ টিমের বিরুদ্ধে বেশ কিছু ম্যাচ খেলা। আমার প্রশ্ন হচ্ছে জাতীয় দলের হয়ে ভুড়ি ভুড়ি ইন্টারন্যাশনাল ম্যাচে হারার চেয়ে বাংলাদেশ দলের কি উচিত আগে দক্ষিণ আফ্রিকার মতন বিশ্বের প্রথম সারির দলগুলোর 'এ' টিমের সাথে নিজেদের যোগ্যতা যাচাই করে নেওয়া? আমি নির্ধিধায় বলতে পারি বাংলাদেশ জাতীয় দলও দক্ষিণ আফ্রিকার এ টিমের সমপর্যায়ের না। তাই খামাকা বাংলাদেশ থেকে এ টিম না পাঠিয়ে উচিত ছিল বাংলাদেশের জাতীয় দলকে পাঠানো।
বাংলাদেশ দল যদি সত্যিই ভবিষ্যতে ভালো ফলাফল না করুক অন্তত মাঠে গিয়ে বিব্রত না হতে চাই, তাহলে পরবর্তী দু থেকে তিন বছর বাংলাদেশের উচিত হবে বিশ্বের প্রথম সারির দলগুলোর সাথে একাধিক প্র্যাকটিস ম্যাচ খেলা।
সেগুলোর ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত তা তখন দেখা যাবে। তবে আপাত দৃষ্টিতে বলা যায় এগার বছর ধরেও টেস্ট খেলা ভুড়ি ভুড়ি হারের রেকর্ড না নিয়ে বরং বেশী করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এসব দেশের এ টিমের সাথে খেলে নিজেদের অবস্থান আগে বুঝতে পারা উচিত ছিল। আরেকটি ব্যাপার হলো বাংলাদেশের ক্রিকেটারদারকে ঢাকা লীগের বাইরে কাউন্টি লীগে আর আইপিএলে খেলার যৌগ্যতা অর্জন করতে হবে। সেসব খেলায় তাদের পারফরমেন্স কেমন সেগুলোও বিবেচনায় রাখতে হবে। শুধুমাত্র টেস্ট স্ট্যাটাসটি আদায় (অর্জন নয়) করা হয়ে গেছে বলে একের পর এক ম্যাচ খেলে গেলে আর দু'চারজন খেলোয়াড়রা ব্যক্তিগত কিছু রেকর্ড করাই যদি মূখ্য উদ্দেশ্য হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের তাহলে বলার কিছু নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।