আমাদের কথা খুঁজে নিন

   

ঝর্ণা ---সত্যেন্দ্রনাথ দত্ত

কবিতা স্বাস্থের পক্ষে ক্ষতিকর । -পার্থ বসু
ঝর্ণা ---সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা! তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা! ঝর্ণা! পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু! ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু| মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে, চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে, ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা! ঝর্ণা! এস তৃষার দেশে এস কলহাস্যে - গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে, ধূসরের ঊষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত; ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা; ঝর্ণা! শৈলের পৈঠৈয় এস তনুগত্রী! পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী! পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো, স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা! ঝর্ণা! মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে! মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে; মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা ঝর্ণা!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।