আমাদের কথা খুঁজে নিন

   

ঐ পাহাড়ের ঝর্ণা আমি


হলুদ গাদার ফুল , রাঙা পলাশ ফুল, এনে দে এনে দে নইলে বাঁধবোনা বাঁধবোনা চুল!! (লোকগীতি পর্যায়) Click This Link চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো (লোকগীতি পর্যায়)(Click This Link) চোখ গেলো চোখ গেলো কেনো ডাকিসরে ? (লোকগীতি পর্যায়) Click This Link আলগা করো খোঁপার বাঁধন , দিল ওহি মেরা ফাস গয়ি। (গজল) Click This Link http://www.youtube.com/watch?v=qwvSVXyWlC8 প্রিয় এমন রাত যেন যায় না বৃথায় ( রাগ ভৈরবী-কার্ফা, গজল পর্যায়) প্রিয় যাই যাই বলোনা। ( গারা- মিশ্র, দাদরা) Click This Link আঁকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ ( সাপুড়ে বাণীচিত্রের গান) http://www.youtube.com/watch?v=FMZJMGvyib8 গতকাল ফেরারী পাখী আপুর পোস্ট পড়ে আপ্লুত হয়ে পড়েছিলাম হঠাৎ। আপু তোমাকে বলছি, তুমি ঠিকি বলেছো আমরা বা বিশেষ করে আমি খুব বেশী স্বার্থপর। সব সময় নিজেরটাই যেন বুঝি, নিজের সুখ দুঃখ ব্যাথা বেদনা ভালোলাগা ছাড়া মনে হয় তেমন করে আর কিছুই ভাবতে পারিনা।

ব্লগ ছেড়ে দূরে থাকি , বা লুকিয়ে থাকি সবি নিজের কিছু একান্ত অভিমানের কারণ হয়তো যা কখনও কাউকেই বলা হবেনা আমার। সামুর উপর কোনো অভিমান নেই আমার। বরং সামুতে এইযে নিজের কিছু সময় কাঁটাতে পেরে বা তোমাদের মত ভালোবাসার মানুষগুলো পেয়ে আমি মনে হয় অনেকটাই বেঁচে গেছি বা বেঁচে আছি। আমি কয়েকটা পোস্ট দিয়েছি গান নিয়ে। নজরুলের এই গান গুলো আমার খুব প্রিয় কারণ এই গান গুলোর সাথে আমি নাচ করেছি অনেক অনেকবার।

গান গুলোর শেয়ার করার সাথে সাথে নাচের ও কাব্যনাট্যের সাজ থেকে নেওয়া ছবিগুলো জুড়ে দিলাম। অনেক অনেক ভালোবাসা আর কৃত্গ্ঞতা তোমাকে আপুনি। অনেক অনেক ভালো থেকো সব সময়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।