আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ



ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, অবৈধ নিয়োগ, ভর্তি বাণিজ্য , অর্থ আত্মসাৎসহ স্বেচ্ছারিতার অভিযোগ এনেছেন ওই কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ। রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকরা তাদের নানা অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তফা বলেন, ‘অধ্যক্ষ কর্নেল (অব.) কামরুজ্জামান খান, উপাধ্যক্ষ এবিএম শহীদুল ইসলাম, সুলতান উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক কামরুন নাহার ও প্রভাষক বাকীবিল্লাহর নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছারিতার ফলে এমন একটি নামিদামি কলেজ মর্যাদা হারানোর পথে।’ তিনি জানান, ২০০৮-০৯ শিক্ষাবর্ষে খবরের কাগজে বিজ্ঞপ্তি ছাড়াই নির্ধারিত আসনের অতিরিক্ত ছাত্র ভর্তি, ৫ম ও ৮ম শ্রেণীর ছাত্রদের বৃত্তি কোচিংয়ের নামে প্রায় ৬৩ লাখ টাকা নিলেও তা কলেজের আয় হিসাবে দেখানো হচ্ছে না। দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের কাছ থেকেও মডেল টেস্টের নামে প্রায় ২৯ লাখ ২৫ হাজার টাকাসহ কলেজের বৃত্তি তহবিল ও মসজিদ তহবিল থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও স্কুল পর্যায়ে শিক্ষকদের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতিতে অনিয়মসহ রাষ্ট্রপতির অনুমোদনহীন নতুন অর্গানোগ্রাম তৈরি, অবৈধভাবে চাকরির বয়সসীমা বৃদ্ধি, অনিয়মের প্রতিবাদকারী শিক্ষক কর্মকর্তাদের হয়রানি অভিযোগসহ নানা অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে কলেজের শিক্ষক আব্দুল মুগনী, খালেদুর রহমান, গোলাম মোস্তফা, শাহীন আখতার, আনোয়ার সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.