Never lose hope...., Never Stop Expedition....
জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি
উৎসঃ ১১নং সেক্টরের দলিলপত্র
তারিখঃ ১ নভেম্বর, ১৯৭১
প্রিয় ছোট ভাই,
আমার স্নেহ নিও। তোমার চিঠি পেয়ে বেশ উদ্বিগ্ন হলাম। তোমার যে তিন বোনের কথা লিখেছ ওদের নাম পাঠাও। বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যু। ডাক্তার এবং সিরাজ সম্পর্কে আমাদের এই অভিমত।
তবে যদি সম্ভব হয় ওদের যেভাবে পার আমাদের কাছে পাঠাবার ব্যবস্থা কর। না পারলে সিদ্ধান্ত তোমরাই নেবে।
আগে যে নির্দেশাদি দিয়েছি তা ঠিকমত পালন করছ না। সকল নির্দেশ ভাল রকম বুঝে পালন করতে চেষ্টা করবে।
তোমাদের জন্য ডিম এবং মুরগী সত্বর পাঠাবার ব্যবস্থা কোরব।
সময় কিছু লাগবে। যে সব ব্যাপার জানতে চেয়েছি তা সত্বর জানাবে। তোমার সাংসারিক খরচের জন্য ১০০ (একশত) টাকা পাঠালাম। আহারের সংস্থান অবশ্যই স্থানীয়ভাবে করতে হবে। নখ্লার বড় বোন দুজনকে যোগাযোগ করতে বল।
ওরা নিরব কেন?
আমরা ভাল আছি। তোমাদের কুশল কামনা করি।
ইতি
বড়ভাই।
-----
১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story
-----
সূত্রঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রঃ একাদশ খণ্ড (পৃষ্ঠা ৫৬৮)
-----
ব্লগে চিঠিটি সঠিক ফরম্যাটে দেওয়ার কোন উপায় খুঁজে পেলাম না। ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।