স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
প্রথম প্রথম ভাবছিলাম আমার একারই মনে হয় সমস্যা হচ্ছে, এখন দেখছি সবারই এক অবস্থা! ভিতরে ঢুকতে গেলে বারবার কয়, দুঃখিত এই মুহূর্তে ব্যস্ত আছি, পরে যোগাযোগ করেন ; বা পরিস্কার (রিফ্রেস) কইরা লন ; অথবা পোষ্ট + কমেন্ট করে ফাইনাল ক্লিক করার পর সব কিছু হাওয়া হয়ে যাচ্ছে ... অনেকক্ষন পর যখন ফিরছে তখন এক সাথে ৩/৪ টা জমজ নিয়ে ফিরছে।
এই অবস্থা থেকে মুক্তি চাই! অন্তত একটা নোটিশ দিয়ে কি সমস্যা বা কবে ভাল হবে তা জানালে কৃতার্থ হতাম। ওদিকে পরিবেশ বন্ধু নামে এক ব্লগার তো বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রীতিমত হীট!! সামুর এই অবস্থায় উনার ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে অবস্থা। আর কয়েকদিন এভাবে চললে সবাই উনারে ইন্টারনেটের পীর মানা শুরু করবে, আর উনিও মাজার খুলে ঝার ফুক দেওয়া শুরু করতে পারেন!!!
অবস্থা গুরুতর!!! সামুর মডুদের ঈদের শপিং সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি সামুতে ফেরার অনুরোধ জানাচ্ছি!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।