পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
বাধ্যতামূলক ফুটনোট:
99 সালে লেখা। কার যেন একটা কবিতা দেখছিলাম, সাইজটা ট্রায়াঙ্গেল। ঐটা দেখে মজা পাইছিলাম। তখন, ছন্দ মিলাইয়া হোক বা না মিলাইয়া, কোনমতে একটা ঘরের ছবি আঁকার জন্যেই এই কবিতার সৃষ্টি। কোন মেসেজ দিবার সৎ কোন উদ্দেশ্য এই কবিতার নাই, কবিতার মহৎ কোন বক্তব্যও নাই।
বছরখানেক আগে এই কবিতাটা কৌরবের কবিতা ক্যাম্পে পরীক্ষা কবিতা হিসাবে পোষ্ট কইরা ধমক খাইছিলাম । (আগ্রহী পাঠক গিয়া দেখে আসতে পারেন, থ্রেডটা এখনো মুছি নাই, অক্ষত আছে। )
তারপর থেইকা এইটারে আর পরীক্ষা কবিতাও বলি না, যদিও আমার নিজের কাছে এইটা শুরুতে একটা এক্সপেরিমেন্টই ছিলো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।