.....অল্প স্বল্ব গল্প...।..আর আজাইরা প্যানপ্যান.....
তোমাকে---
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নিরব থেকে-
দেখেছি আমার একা নির্জনে
স্বপ্ন গুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি সত্তার অন্তরালে--সঙ্গোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে---
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রং'এ আঁকা আয়নায় মৃত জল ছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতরে ফিরি আলোর সিঁড়ি
তোমাকে যখনই চেয়েছি.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।