আমি একজন ছড়াওয়ালা
বিকালে দেখলাম এক যুবক রাস্তায় একটা বিএমডাব্লিউ কনভার্টিবল চালিয়ে সাঁই করে পাশ কাটিয়ে চলে গেল। মুখে সিগারেট, নির্লিপ্ত ভাব। সাঁই সাঁই সাঁই - আওয়াজটা কেমন যেন - ঠিক যেন পানির উপর দিয়ে চলে গেল একটা এ্যাম্ফোভেহিকল
একটু আগাতেই দেখলাম এক পাগলী... রাস্তায় একটা কমলা পরে ছিল, তার উপর দিয়ে রিকশার একটা চাকা চলে গেছে কিছু আগেই। সেই পাগলী কমলা টা অমৃত ভেবে তোলার জন্য এক দৌড় লাগাতেই থ্যাচ করে একটা প্রাডোর চাকা চলে গেল উপর দিয়ে। থ্যাচ থ্যাচ থ্যাচ - কেমন যেন আওয়াজ টা -
অক্ষম আমি - সারাদিন পাথর ভাঙ্গা এই আমি দেখলাম - দেখলাম সেই বি এম ডাব্লিউ হাঁকানো যুবকের নির্লিপ্ত মুখ, দেখলাম হতাশায় ছেয়ে যাওয়া পাগলীর মুখ।
আমি আরো আগিয়ে গেলাম - অ্যাই ট্যাক্সি - যাবা?? - কালকে আবার পাথর ভাঙ্গতে বেরোতে হবে। এতসব ছোটখাটো কথা মনে রাখলে আমাদের চলে? কিন্তু মাথা থেকে কিছুতেই কেন যাচ্ছে না আওয়াজগুলো? সাঁই সাঁই সাঁই - থ্যাচ থ্যাচ থ্যাচ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।