মত প্রকাশের মুক্ত মাধ্যম তৈরী হোক
জাতিসংঘের অনুমোদন পাওয়ার পর সংঘাতবিক্ষুব্ধ লিবিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে আন্তর্জাতিক মহল। তবে আজ প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত থাকবেন। এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে হামলা বন্ধ না করলে গাদ্দাফীকে যৌথ সামরিক হামলার মুখোমুখি হতে হবে বলে হুশিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর লিবিয়ায় দ্রুততম সময়ের মধ্যে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।