লিবিয়ায় বাংলাদেশ দুতাবাসের কাজ কি?
গত কাল লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নূরুজ্জামান টেলিফোনে জানান, সেখান থেকে দক্ষিণ কোরীয় কোম্পানি দাইয়ু, হুন্দাই ও ডঙ আহ তাদের বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের মিশর সীমান্তে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিচ্ছে।
লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে শতাধিক বাংলাদেশিসহ তিনশরও বেশি বিদেশিকে জিম্মি করেছে বলে সোমবার খবর পাওয়া যায়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা বাংলাদেশি নাগরিক শফিউদ্দিন বিশ্বাসের ভাই জিন্নাত আলী বিশ্বাস এ তথ্য জানান।
কিন্তু গত ২/১ দিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জানান বাংলাদেশী জিম্মী সম্পর্কে তার কাছে কোন তথ্য নাই।
অপরদিকে শ্রম মন্ত্রী জানান কিছু বাংলাদেশী জিম্মী হয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এখানের নীতি নির্ধারক রা জনগনকে বোকা বানানোর জন্য যা মুখে আসে তাই বলে।
আর লিবিয়ায় বাংলাদেশের রাস্ট্রদুত কি ওখানে কি বালফালায়, আমদফুর্তি করার জন্য সরকার ওকে নিয়োগ দিয়েছে।
এই যে ৩৫ জন বাংলাদেশীর প্রান গেল এর দায় কে নিবে। তারা লিবিয়ায় গেছে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজ দেশের মায়া ত্যাগ কের নিজের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য বিদেশে পারি জমায়, আর ঐ রাষ্ট্রদুতরা এ সব যুবকের টাকায় লাখ লাখ ডলার বেতন নিয়ে নিজেরা আমোদ ফুর্তিতে মেত উঠে আর এই যুবকরা..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।