আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের পাতায় কাব্যিক সৌন্দর্য্য



জীবনের পাতায় কাব্যিক সৌন্দর্য্য -সাইম, নিউ ইয়র্ক,মার্চ ২৭,২০০৫ সৌন্দর্য্য আমাকে করুণা করেনি জীবনে তবু আমি জীবনমূখী; তীব্র আশায় হাত বাড়াই নীলিমায় সীমাহীন শূণ্যতায় প্রতীক্ষায় থাকি প্রবল বিশ্বাসে বিধ্বস্ত্ হৃদয়ে। আমার সততা প্রেমবোধ আর মূল্যবোধ অর্থহীন হতে পারে না জগত জীবন এই বংশ পরিক্রমা হেলুসিনেশান হতে পারে না আমার বিশ্বাস আর যুক্তিকে অতিক্রম করেই বিশ্বাস তাই আমি স্বপ্ন দেখি বিশ্বাসে দাড়িয়ে। যে সৌন্দর্য্য আমাকে এতদূর এনেছে বাধ্য করেছে স্বাপদসংকুল নীল পদ্মের পথে পা বাড়াতে তাকে পাওয়ার শেষ চেষ্টা না করে ক্লান্ত হওয়া দূরন্ত পথিকের সাজে না তাই প্রতীক্ষায় থাকি এখনো যেমন থাকতাম স্বপ্ন দেখি এখনো যেমন দেখতাম সৌন্দর্য্যের জন্য; জীবনের পাতায় কাব্যিক সৌন্দর্য্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.