বিশ্বকাপের পর অবসরে যাবার ঘোষণা দিয়েছেন রাওয়ালপিন্ডি এঙ্প্রেস খ্যাত পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। বৃহস্পতিবার পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট শোয়েবের এ সিদ্ধান্তের কথা জানায়। শোয়েব আখতার নিজেও এ কথা স্বীকার করে বলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে যাচ্ছি। অনেক চিন্তা ভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। চলতি বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচ হবে আমার শেষ ম্যাচ।
আশা করছি সেটা ২ এপ্রিল মুম্বাইয়ের ফাইনাল।
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে বিশাল ব্যবধানে পরাজয়ের পরই শোয়েব এ ঘোষণা দিলো। সে ম্যাচে তিনি ৯ ওভার বল করে ৭০ রান দেন। এজন্য জিম্বাবুয়ের সাথে গত ম্যাচে তাকে মূল একাদশের বাইরে রাখা হয়। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও তাকে সাইড বেঞ্চে কাটাতে হতে পারে।
বর্ণময় ক্যারিয়ারে নানাভাবে আলোচিত সমালোচিত শোয়েবের ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এ পর্যন্ত ৩৫ বছর বয়স্ক এ স্পিড স্টার ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নিয়েছেন। আর একদিনের ম্যাচে আড়াইশ'র কোটা পূর্ণ করতে আর মাত্র ৩ উইকেট দূরে আছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।