যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...
এবারের বিশ্বকাপের চমক হচ্ছে টপ অর্ডারের প্রথম তিন উইকেট এবং বটম অর্ডারের শেষ তিন উইকেট। টপ তিনজন এমন ভাবে খেলে যে ম্যাচে অনেকেই ভাবে এই বুঝি ৪০০+ হয়। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতার জন্য পরে টীম অনেক চাপে পড়ে যায়। কিন্তু পড়ে ম্যাচে উত্তেজোনা ফিরিয়ে আনে বটম/লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা।
বাংলাদেশ কাল যেভাবে খেলছিল তাতে ৭ উইকেটে জিতে যাবে এমন অনেকেরই মনে হয়েছিল কিন্তু পরে দেখা গেলো এমন কন্ডিশন এ গিয়ে দাড়িয়েছে এই বুঝি হারছে...পরে বোটম অর্ডার খেলল...
সেম আয়ারল্যান্ডের ক্ষেত্রে ৩ উইকেটে এমন অবস্থায় ছিল ৬৬ বলে ৯৯ রান প্রয়োজন তখন হাতে ছিল ৭ উইকেট সাথে তিন উইকেটে করে ভালো জুটি কিন্তু জিততে জিততে হেরে গেলো...
আজ ইন্ডিয়া ৪০০+ করে ফেলবে ভেবেছিল অনেকেই কিন্তু তা আর হয়নি। অন্য দিকে সাউথআফ্রিকা ম্যাচ বের করেও কঠিন অবস্থায় পড়ে গিয়েছিল পরে লোয়ার অর্ডাররাই জিতাইলো...
এমন ভাবে চিন্তা করলে আরো অনেক ম্যাচ বের হয়ে আসবে...যা খুবই উত্তেজনা সৃষ্টি করেছিল...
এবারের বিশ্বকাপে এই দিকে সার্থক...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।