অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
বিশ্বকাপের দল দিলাম, দেখেন কেমন হলো:
তামিম ইকবাল
ইমরুল কায়েস
শাহরিয়ার নাফিস
মুশফিকুর রহীম
সাকিব আল হাসান
মাহমুদুল্লাহ রিয়াদ
অলক কাপালী
মো: আশরাফুল
মাশরাফি মুর্তজা
আব্দুর রাজ্জাক
শফিউল ইসলাম সুহাস
জুনায়েদ সিদ্দীক
নাইম ইসলাম
রুবেল হোসেন
সোহরাওয়ার্দী শুভ
আমার দলে রকিবুলের জায়গা নাই, চার নম্বরে মুশফিক খেলবে অথবা রিয়াদ। শেষ দিকে ব্যাটিং পাওয়ার প্লেতে তুফান তোলার জন্য অলক কাপালী, আশরাফুল, মাশরাফি। জুনায়েদ থাকলো ব্যাকআপ ওপেনার (তামিম, ইমরুল, নাফিস ও জুনায়েদ) হিসেবে। পেসার তিনজন (মাশরাফি, রুবেল, শফিউল) হলেই যথেষ্ট, স্পিনে জোর দেয়ার জন্য (সাকিব, রিয়াদ, নাইম , কাপালী) চার স্পিন অলরাউন্ডার। এছাড়া দুইজন স্বীকৃত স্পিনার (রাজ্জাক ও শুভ)। আশরাফুল দলে থাকবে অভিজ্ঞতার জন্য, ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেও ভাবা যায় তাকে। রহীম মূল কিপার, প্রয়োজনে জুনায়েদ কিপিং করবে। নাহয় নাফিস।
দল কেমন দিলাম বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।