আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল দিল সবচেয়ে ফালতু ইন্টারনেট মিনিপ্যাক

আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X
ফেসবুকে একটা পেজ আছে এয়ারটেল বাজ নামে। সেখানে মুটামুটি এয়ারটেলের সর্বশেষ অফারগুলো জানা যায়। সম্প্রতি সেখানে দাবি করা হল গ্রাহকদের চাহিদারে পরিপ্রেক্ষিতে নাকি তারা ইন্টারনেট মিনিপ্যাক চালু করেছে। তাদের সেই অফার অনুযায়ী একজন গ্রাহক ১০টাকায় ১০মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যার মেয়াদ মাত্র একদিন!!! দেখামাত্রই মেজাজ গরম হয়ে গেল। একদিন ভ্যালিডিটি যে প্যাকেজের সেটা মিনিপ্যাক না ডেইলি প্যাক তা নিয়েই কনফিউজড হয়ে গেলাম। যাই হোক এটা এখনো মনে হয় ট্রায়াল বেসিসে দেওয়া হচ্ছে। বিস্তারিত এখানে । পারলে তাদের একটু বুঝাইয়া দিয়া আইসেন মিনিপ্যাক কেমন হওয়া উচিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।