পর্দা একটি বিশেষ গুরুত্বর্পূ বিষয় । বিশেষ করে আমাদের এই সমাজে, পর্দা করার মাধ্যমে ইভটিজিং পতিরোধ করা সম্ভব । আর আল্লাহ তায়ালাও কোরআনে পর্দা বিষয়ে অবহিত করেছেন আসুন দেখি কোরআন কি বলে পর্দা সমন্ধে ঃ
সূরা আল আহযাবের ৫৯ নং আয়াতে উল্লেখ আছেঃ
হে নবী আপনি আপনার পত্নী গনকে ও কন্যা গনকে এবং মুমিনদের স্ত্রীগনকে বলুন,তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের বউপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে,ফলে তাদের উত্যক্ত করা হবে না ,আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ।
সূরা আন নূরের ৩১ নং আয়াতে উল্লেখে আছেঃ
ঈমানদার নারীদেরকে বলুন,তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যেৌন অঙ্গের হেফাজত করে
তারা যেন যা সাধারনতঃপ্রকাশমান ,তাছাড়া তাদের সেৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের মাথায় ওরনা বক্ষদেশে ফেলে রাখে
এবং তারা যেন তাদের স্বামী,পিতা,শ্বশুর ,পুত্র,স্বামীর পুত্র,ভ্রাতা,ভ্রাতুস্পুত্র,ভগ্নি পুত্র,স্ত্রীলোক অধিকার ভুক্ত বাদী,যেৌন কামনা মুক্ত পুরুষ ও বালক,য্রা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ ,
তাদের ব্যতিত কারো কাছে তাদের সেৌন্দর্য প্রকাশ না করে ,তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশকরার জন্য জোরে পদচারনা না করে
মুমিনগন ,তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর ,যাতে তোমরা সফলকাম হও ।
সূরা আন নূরের ৩০নঙ আয়াতে উল্লেখ আছেঃ
মুমিন দেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং যেৌনাঙ্গের হেফাজত করে ,এতে তাদের জন্য খুব পবিত্রতা আছেছ
নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবঞিত আছেন ।
এছাড়াও কোরআনের
*সূরাআন নূর এর২৬ নং আয়াত পড়তে পারেন।
*সূরা আন নূর এর২৩নং আয়াত পড়তে পারেন।
*সূরা আন নিসার২৭ নং আয়িাত পড়তে পারেন ।
*সূরা আল আহযাবের৩২নং আয়াতটি পড়তে পারেন।
*সূরা আল আহযাবের৩৩ নং আয়তটিও পড়তে পারেন ।
আসুন আমরা কোরআনের প্রত্যেকটি বানী মেনে চলি আমাদের মঙ্গল হবে ।
আসুন আমরা আমাদের নিজ নিজ ধর্ম মেনে চলি ।
সবাই ভালো থাকবেন ।
কোন দ্বিধা থাকলে বাংলা কোরআনের সাথে মিলিয়ে নিবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।