অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...
কিছুদিন আগে শাহবাগে সাইবার যুদ্ধ'র পেজে দেখলাম কে একজন একটা লিংক শেয়ার করেছেন। বারাক ওবামা প্রশাসনের কাছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশন। একলাখ মানুষ (কম সংখ্যক মানুষ ঐ পরিমাণ আইডি হলেও হবে) সেই পিটিশনে ভোট করলে বারাক ওবামা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন।
সেই লিংকদাতা আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যাতে খুব তাড়াতাড়ি একলাখ ভোট পড়ে। শুধু একাত্তরে মার্কিনীদের বিরোধী অবস্থানের কারণে নয়, বাস্তবতার প্রয়োজনেই আমি লিংকটি এড়িয়ে গেছি।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের জুডিশিয়াল প্রসেস আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই যথেষ্ট। বারাক ওবামা এই বিষয়ে কি বলল না বলল তাতে কোনকিছুই যায় আসে না।
এখন যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশনের বিপরীতে জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে দুইটি পিটিশন খুলেছে যার একটিতে প্রায় আটাশ হাজার ভোট পড়েছে। একলাখ ভোট পড়লে বারাক ওবামা কি করে দেখার অপেক্ষায় আছি।
তবে এই মুহুর্তে সেই মহান পিটিশনকারীর দৃষ্টি আকর্ষণ করছি।
জামাত-শিবির তার প্রপাগান্ডা সফল করার আগেই আমরা আমাদের পিটিশনে কমপক্ষে দশ লাখ ভোট জোগাড় করি। বারাক ওবামার বক্তব্য আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হোক জামাত-শিবিরের প্রপাগান্ডা ঠেকাও।
জয় বাংলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।