আমাদের কথা খুঁজে নিন

   

একজন বারাক ওবামা

যদি মানুষ না হই তবে যেন আবার জন্ম নিই মানুষ হয়ে. . . যুক্তরাষ্ট্রের ৫৭তম নিরবাচনে নিরবাচিত ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৯৬১ সালের ৪ আগস্ট কেনীয় বংশোদ্ভূত অরথনীতিবিদ বাবা সিনিয়র বারাক হোসাই ওবামা ও মারকিন মা অ্যান ডানহামের ঘরে তার জন্ম। কেনীয় বাবা আর মারকিন মা ভালোবেসে মারকিন কোন এক শহরে বিবাহ সেতুতে আবব্ধ হয়েও বামার জন্মের কিছু কাল পরেই বিচ্ছেদ হয় বাবা-মার। সিনিয়র ওবামা ফিরে যান নিজ দেশ কেনীয়ায় আর মা এই ইন্দনেশিয় মুসলমানকে বিয়ে করে চলে যান ইন্দনেশিয়ায়। অসহায় ওবামা বড় হতে থাকেন নানা নানুর কাছে।

দুই বছর বয়সে ছেড়ে যাওয়া বাবার সাথে ওবামার আবার দেখা হয় দশ বছর বয়স বাবার ছেড়ে যাওয়ার স্মৃতি ওবামার স্মৃতি থেকে কখনও মুছে যায়নি। বাবার কাছ থেকে সে সময় ওবামা কিছু মনোহরি উপহার পেয়েছিলেন। ১৯৮৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচলর ডিগ্রি লাভ করার পর ওবামা চলে যান শিকাগো শহরে। ১৯৮৫সালে শিকাগো শহরেই অপেক্ষাকৃত গরীব জনগোষ্টির জন্য নাম মাত্র পারিশ্রমিকে কাজ করতে থাকেন। ১৯৮৮ সালে হারভারড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়তে শুরু করেন।

১৯৯১ সালে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন ওবামা। কলম্বিয়িা বিশ্বদিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আন্তরজাতিক সম্পকের ওপরও স্নাতক শেষ করেন। হারভারডের ডিপ্লোমা নিয়ে ওবামা ফিরে আসেন শিকাগো শহরে। এ সময তিনি রাজনৈতিক ভাবে সক্রিয় ওয়ে ওঠেন এবং নাগরিক ওধিকার নিয়ে আইন চরচা করেতে থাকেন। ১৯৯১ সালেই শিকাগো বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

২০০৮ সালে মারকিন সিনেট নিরবাচিত হওয়ার আগ পরযন্ত তিনি ইউনিভারসিটি অব শিকাগে ল’ স্কুলে সাংবিধান আইন পড়িয়েছেন। শিকাগোর একটি ল’ ফারমে কাজ করার সমায় মিশেল রবিনসনের সাথে দেখা হয় ওবামার । কাজ করতে করতে শিকাগোর সরকারি প্রশানক ও ওবামার শিক্ষক রবিনসনের সাথেই পরিচয় থেকে প্রেম, প্রেম থেকে পরিনয় ঘটে ১৯৯২ সালে। ২৯৮৮ সালে ১ম কন্যা-মালিয়া ও ২০০১ সালে ২ কন্যা-শাশার জন্ম দেন ওবামা-মিশেল সম্পতি। ওবামা উপস্থিত বক্তৃতায় বিশেষ পারদরশিকার কারনে ওন্যকে পিছনে ফেলে সহজেই ডেমোক্রেট দলে সবার চোখে পরেন এবং তীক্ষ মেধার কারনে সিনেট থাকা অবস্থায় ২০০৭ সালের ১০ই ফেব্রুয়ারী ইলিনয়ের ক্যাপিটল ভবনের সামনে ১৮ হাজার মানুষের সামনে মারকিন প্রেসিডেন্ট হওয়ার কথা ঘোষণা করেন।

২০০৮ সালে আগস্ট সাসে ডেনবার শহরে ডেমোক্রেটিক দলের কনভেনসনে উপস্থিত প্রতিনিধিদের মনোনয়ন পেলেন বারাক ওবামা। ২০০৮ সালেই রিপাবলিকান প্রারথিকে হারিয়ে ওবামা মারকিন জগতের ৪৩ তম প্রেসিডেন্ট নিরবাচিন হন। পারিবারিক ভাবেও ওবামা খুবই সংগঠিত। তার জীবনে পরিবারের অবদানের কথা তিনি স্মরণ করেন নিরদিধায় সব-সময়। মিশেল তার প্রধান পরামরশদাতা ও সমরথকদের একজন।

দুই কন্যা মাশা ও শাশা কে তিনি স্নেহের সাথে রাজকন্যা বলে সম্বধন করেন। ২০১২, ৪ই নভেম্বর নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রের ৫৭তম নিরবাচনে ৪৪তম প্রেসিডেন্ট নিরবাচিত হন আরও ৪বছরের জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.