পুরো নাম বারাক হুসেইন ওবামা। যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। ২০১২ সালের নভেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬১ সালের ৪ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের হনোলুলুতে জন্ম হয় তার। কেনীয় বংশোদ্ভূত বারাক হুসেইন ওবামা সিনিয়র ও মার্কিন অ্যান ডানহামের ঘরে জন্ম নেন।
শৈশবের প্রথমদিকেই মা-বাবার বিচ্ছেদ দেখতে হয়েছে তাকে। ১৯৯৬ সালে ইলিনয় রাজ্য সিনেটের সদস্য নির্বাচিত হন ওবামা। ২০০৪ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তিনি মূল বক্তব্য উপস্থাপন করেন। এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল
রাজনীতির ধারায় তাকে একজন উদীয়মান তারকা হিসেবে গণ্য করা হয়েছিল। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তার কণ্ঠে শোনা গিয়েছিল মার্টিন লুথারের সেই স্বপ্ন দেখা বাণীগুলো।
হয়তো সেই আদর্শকে বুকে লালন করে কাজ করে যাচ্ছেন বারাক হুসেইন ওবামা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।