আমাদের কথা খুঁজে নিন

   

সুনামির কাণ্ড বাড়ির ছাদে জাহাজ

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
শুধু তাইনা বিমানবন্দর থেকে বিমান ভাসিয়ে কয়েক মাইল দূরের ডাস্টবিনে ফেলে রেখেছে সুনামি বিশ্বের উন্নত দেশ জাপানে যে ধ্বংসলীলা সাধন করেছে তা কল্পনাকেও হার মানায়। সেদিনের সুনামি কয়েকটি শহরের লাখ লাখ ঘরবাড়ি, যানবাহন, মানুষ ভাসিয়ে নিয়ে গেছে। সুনামি নামক প্রাকৃতিক এই দানবের শক্তি এতেও স্পষ্ট নাও হতে পারে। তবে যখন দেখা যায়, বিমানবন্দর থেকে বিমান ভাসিয়ে কয়েক মাইল দূরের ডাস্টবিনে ফেলে রেখেছে কিংবা শত কিলোমিটার দূর থেকে সাগরের বিশাল জাহাজ মানুষের বাড়ির ছাদে শিশুর খেলনার মতো ছুড়ে মেরেছে তখন তার শক্তির মাত্রা বুঝতে কারো বাকি থাকার কথা নয়। এএফপি গতকাল সোমবার উপরের ছবিটি সরবরাহ করেছে। হেলিকপ্টার থেকে নেয়া ছবিটিতে দেখা যাচ্ছে, ওতসুচি শহরের একটি বাড়ির ছাদে বসে আছে সাগর দাবড়ে বেড়ানো একটি পর্যটন জাহাজ!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.