আমাদের কথা খুঁজে নিন

   

চলতি বছরে অভিবাসী নেওয়া কমিয়ে দিয়েছে কানাডা সরকার



চলতি বছরে অভিবাসী নেওয়া কমিয়ে দিয়েছে কানাডা সরকার নতুনদেশ ডটকম চলতি বছরে অভিবাসী হিসেবে কম সংখ্যক লোককে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা থেকে অর্থনৈতিক ক্যাটাগরিতে ৭ শতাংশ এবং দক্ষ শ্রমিক ক্যাটাগরিতে ২০ শতাংশ কম ভিসা ইস্যূ করার জন্যে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিবাসীর সংখ্যা কমিয়ে দেওয়ার সরকারি এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ভ্যাঙ্কুভারের একজন ইমিগ্রেশন আইনজীবী তথ্যপ্রাপ্তি অধিকারের আওতায় ইমিগ্রেশন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দলিল দস্তাবেজ সংগ্রহ করলে অভিবাসন সংক্রান্ত সরকারের নতুন সিদ্ধান্ত প্রকাশ হয়ে পড়ে। এ ব্যাপারে সিবিসি’র প্রশ্নোত্তর অনুষ্ঠানের এক প্রশ্নের জবাবে ইমিগ্রেশন মিনিষ্টার জেসন ক্যানি বলেছেন,কানাডা ২০১০ সালে সর্বোচ্চ ২ লাখ ৮১ হাজার অভিবাসী গ্রহন করেছে।

লিবারেল পার্টি ক্ষমতায় আসার পর পরই অভিবাসী গ্রহনের হার কমিয়ে ১০৬ হাজার জন করেছিলো। সেই পরিমান থেকে বর্তমান সরকার বেশি সংখ্যক অভিবাসী নিচ্ছে। কিন্তু পিতামাতা বা পিতমাতামহ ক্যাটাগরিতেও ভিসার পরিমান কমিয়ে দেওয়া হয়েছে বলে প্রশ্ন করা হলে ইমিগ্রেশন মন্ত্রী বলেন, অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা বাড়াতে তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন। মন্ত্রী বলেন,কানাডীয়ানদের কাছে অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি। সরকারও সেটিকে গুরুত্ব দিচ্ছে।

ভ্যাঙ্কুভারের ইমিগ্রেশন আইনজীবী রিচার্ড কারল্যাণ্ড মন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, সরকার সামগ্রিক বিচারে অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা বাড়াচ্ছে না। অভিবাসনের জন্যে যতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে চলতি বছরে অর্থনৈতিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা ৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। তথ্যপ্রাপ্তির অধিকার আইনের আওতায় রিচার্ড কারল্যাণ্ড সরকারের চলতি বছরের অভিবাসী গ্রহনের লক্ষ্যমাত্রার হিসাব নিকাশ সংগ্রহ করেন। সরকারের কাছ থেকে পাওয়া তথ্যাদি বিশ্লেষন করে তিনি বলেন, ২০১১ সালের সরকারের লক্ষ্যমাত্রা পর্যালোচনায় দেখা যায়, ফেডারেল দক্ষ শ্রমিকের পরিমান কম নেওয়া হবে। তবে প্রাদেশিক কোটায় খানিকটা বাড়ছে।

কানাডার জনসংখ্যা বৃদ্ধির ধীর গতি বিবেচনায় নিয়ে দক্ষ শ্রমিক কোটায় অভিবাসী বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। অবশ্য সিটিজেনশীপ অ্যাণ্ড ইমিগ্রেশন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ওই দলিলে চলতি বছরের অভিবাসী সংগ্রহের যে লক্ষ্যমাত্রা উল্লেখ করা আছে, আর প্রকৃতপক্ষে যে পরিমান অভিবাসী নেওয়া হবে তা এক নয়। কারন এই লক্ষ্যমাত্রাটি নির্ধারণ করা হয়েছে বহি:র্বিশ্বে যে পরিমান ভিসা দেওয়া হবে সেটি বিবেচনায় নিয়ে। কিন্তু কানাডার অভ্যন্তরে থেকেও অনেকে অভিবাসনের জন্যে আবেদন করবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ শ্রমিক ক্যাটাগরি এবং বাবা মা -বা পিতামাতামহ ক্যাটাগরিতে লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার ফলে চলতি বছরে অনিবার্য্যভাবেই কম অভিবাসী কানাডায় আসবে।

http://www.notundesh.com/shirshokhobor.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।