আমাদের কথা খুঁজে নিন

   

জাপান ভেংগে চুরে তোলপাড় তবু মাথা নোয়াবার নয়।



এই সে জাতি যারা দ্বিতীয় বিশ্বযুদ্বে পারমানবিক বোমার শিকার।যুদ্বের সে ধবংশযজ্ঞ থেকে তারা তাদের দেশকে আজ যে পর্যায়ে নিয়ে এসেছে তা তাদের প্রবল ও পরাক্রান্ত ইচ্ছাশক্তির ও পরিশ্রমের এক পরোতকৃস্ট উদাহরন।আজ টিভিতে দেখলাম ভয়ঙ্কর ধবংশযজ্ঞের মাঝেও তারা সুশৃংখলভাবে দাঁড়িয়ে সাহায্যের জন্য,গাড়ীর জন্য অপেক্ষা করছে।কোনো মারামারি নাই,কারাকারি নাই ,সরকারের নামে বৈদেশিক নিউজকে কোনো বিচার নাই,বিরোধি দলগুলোর কোন ছিদ্রাম্বেষী চেস্টা নাই।অপুর্ব এক ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম তাদের মধ্যে বিরাজমান। জাপান আমাদের বন্ধু রাস্ট্র,বিপদে জাপানই তো সবার আগে আমাদেরকে সাহায্য করে,তাই সরকারকে অনুরোধ করছি,না হয় আমরা গরীব দেশই হলাম তাতে কি,বিপদে তো গরীব আত্নীয়ই সবার আগে দৌড়ে আসে।তাই আমরা যেন আমাদের সীমিত সাহায্য নিয়ে এখনই আমাদের বিপদের দিনের বন্ধুকে সাহায্য করতে ঝাপিয়ে পড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।